Bangla News Dunia , Rajib : ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলামের পর্ব শেষ হয়েছে। প্রতিটা দলই নিজেদের পছন্দমত ক্রিকেটারকে বেছে বেছে কিনে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার মোট ২১ জনকে দলে নিয়েছে। তার মধ্যে ১১ জনই তাঁদের প্রাক্তন প্লেয়ার। পাশাপাশি তাঁরা তাঁদের দুই প্রাক্তনী অজিঙ্কা রাহানে ও অ্যানরিখ নরকিয়াকেও দলে ফিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, KKR-র অধিনায়ক কে হবেন?
ভেঙ্কটেশ আইয়ার KKR অধিনায়ক?
কলকাতা নাইট রাইডার্সের এবারের সবথেকে দামি প্লেয়ার হলেন ভেঙ্কটেশ আইয়ার। KKR তাঁদের প্রাক্তন অলরাউন্ডারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে দলে ফিয়েছে। আইয়ারকে এত টাকা দিয়ে কেনার পর অনেকেই প্রশ্ন তুলেছে যে, এর পিছনে এত খরচ করার কোনও মানেই হয়না। তবে অনেকেই আবার ধারণা করে নিয়েছেন যে, ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক বানাতে পারে KKR। যদিও নাইট ম্যানেজমেন্ট এ বিষয়ে কিছু বলেনি।
আসলে কলকাতা নাইট রাইডার্স তাঁদের প্রাক্তন দুই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নিতিশ রানাকে এবার ছেড়ে দিয়েছে। ওদিকে অজিঙ্কা রাহানেকে নিয়েও জল্পনা উঠেছে। শোনা যাচ্ছে যে, তিনিও নাকি অধিনায়ক হতে পারেন। তবে এই নিয়েও এখনও মুখে কুলুপ নাইট ম্যানেজমেন্টের। আর এরই মধ্যে এক তারকা নিজেকে KKR-র অধিনায়কের যোগ্য বলে দাবি করলেন।
নিজেকে KKR অধিনায়ক দলে দাবি সৃজিত মুখার্জির
তবে এবার যিনি নিজেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বলে দাবি করেছেন, তিনি KKR প্লেয়ার তো দূরের কথা, ক্রিকেট জগতেরই নন। আসলে বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই কথা জানিয়েছেন। আসলে সৃজিতবাবু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান মজার মজার পোস্ট করেন, আর এবারও তিনি সেটাই করেছেন।
সৃজিত মুখার্জি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে ব্যাট হাতে দেখা যাচ্ছে। ওপরে ক্যাপশনে লিখেছেন, ‘যারা চিন্তা করছেন KKR-er Captain কে হবে, তাঁদের জন্যঃ’ ওখানে অনেকেই আবার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘Phil Salt এর জায়গাটা এবার পূর্ণ হলো।’ আরেকজন লিখেছেন ‘Cwaptwain’। সৃজিত মুখার্জির এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
#END
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের