ক্যানসারকে ধ্বংস করছে বিষ ! অদ্ভুত কীর্তি চার বাঙালি বিজ্ঞানীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

cancer

Bangla News Dunia , Pallab : বিষই হয়ে উঠছে প্রাণদায়ী। সাম্প্রতিক গবেষণা দেখে এ কথা না বললেই নয়। বিষকে অমৃত করে তোলার প্রক্রিয়ায় সাফল্য অর্জন করলেন বাংলার চার বিজ্ঞানী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার বিজ্ঞানীর গবেষণা এবার স্বীকৃতি পেল আন্তর্জাতিক মঞ্চে। সাড়া ফেলে দিয়েছে গোটা দুনিয়ার চিকিৎসক মহলে। ক্যানসার নিয়ে গবেষণায় একটি বিষকে কাজে লাগিয়েছেন এই চার বিজ্ঞানী। দেখা গিয়েছে, স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য় করছে সেই বিষ!

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

পার্থেনিয়াম আগাছা থেকে একধরনের বিষ নির্গত হয়। নাম পার্থেনোলাইড। এটি শরীরের সংস্পর্শে এলেই সুস্থ দেহকোষকে মেরে ফেলতে পারে। এই পার্থেনোলাইডকেই বিশেষভাবে কাজে লাগিয়েছেন গৌড়বঙ্গের ফিজিয়োলজির প্রফেসর বিপ্লব গিরি, রিসার্চ স্কলার সানন্দা দে, কলকাতার কেমিস্ট্রির অ্যাসিসট্যান্ট প্রফেসর মিজানুর রহমান ও স্কলার অরুণ মণ্ডল। পার্থেনোলাইডকে একটি বিশেষ মোড়কে মুড়ে তৈরি করা হয়েছে স্তন ক্যানসারের ওষুধ।

এই মোড়কটির নাম ন্যানোমেটেরিয়াল ক্যারিয়ার। এটি শরীরের সুস্থ কোশগুলিকে এড়িয়ে পৌঁছে যায় সোজা ক্যানসার কোশের কাছে। তারপর কোশ গুলিকে টার্গেটেড থেরাপির মাধ্যমে ধ্বংস করে দেয়। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন