Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পৃথিবীর সিংহভাগটাই সমুদ্র। তবে তা নোনা জলে ভরা। যা পানের যোগ্য নয়। অন্য কোনও কাজেও সেই জল বিশেষ লাগেনা। যে জল মানুষের দৈনন্দিন জীবনে পান করা সহ নানা কাজে লাগে, তা হল মিষ্টি জল। যা থাকে নদী, পুকুর, দিঘি, জলাশয়ে।
আবার মাটির তলাতেও রয়েছে এই ব্যবহারযোগ্য জল। যাকে ফ্রেশ ওয়াটার বলা হয়। অনেকে একে মিষ্টি জল বলে থাকেন, কারণ এই জল সমুদ্রের জলের মত নোনতা হয়না। পৃথিবী জুড়ে থাকা এই ফ্রেশ ওয়াটারই কিন্তু মানুষ সহ বাকি জীবজন্তুদের বেঁচে থাকার জন্য দরকার।
আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে
সেই জলের স্তর ২০১৪ সালের পর থেকে এক অস্বাভাবিক গতিতে কমে গেছে। এতটাই দ্রুত এই ফ্রেশ ওয়াটারের স্তর পৃথিবীতে কমেছে বা সেই জল লোপাট হয়েছে, যে তা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ মানবজীবন ও সভ্যতা এই ফ্রেশ ওয়াটার ছাড়া অসম্ভব।
নাসা ও জার্মানিরে বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ তাদের লাগাতার নজরদারি ও প্রাপ্ত তথ্য বিজ্ঞানীদের কাছে পাঠানোর পর বিষয়টি তাঁদের সামনে আসে।
এভাবে অতি দ্রুত গতিতে যেভাবে মিষ্টি জলের জলস্তর নামছে তাতে আগামী দিনে পানযোগ্য জল নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। সেই ভয়টাই বেশি করে পাচ্ছেন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত মাটির তলার জল পৃথিবীর মানুষ এত বেশি পরিমাণে ব্যবহার করেছে যে সেই জল উল্লেখযোগ্য ভাবে কমে গিয়ে পৃথিবীর কক্ষে তার টালই নষ্ট করে দিয়েছে। অনেকটা কাত হয়ে গেছে পৃথিবী। যা সাম্প্রতিককালে সামনে আসার পরও বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের