ফিস্টুলার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , Pallab : এনাল ফিস্টুলা সাধারনত দুটি পাথওয়েতে যদি এবনরমাল কানেকশন হয় তাকে ফিষ্টুলা বলে, মেয়েদের মূত্রনালী এবং যৌন নালি সর্বদা সেপারেট থাকে অনেক সময় এই মুত্রনালী এবং যৌন নালীর মাঝে এবনরমাল কানেকশন হয়ে যায় তখন যৌন নালী দিয়ে প্রস্রাব বেরিয়ে আসে একে বলা হয় ভেসিকো ভ্যাজাইনাল ফিষ্টুলা অথবা ইউরেথ্রো ভেজাইনাল ফিষ্টুলা।

ঠিক তেমনি যদি বৃহদান্ত্র এর সাথে মলদ্বারের যে স্কিন থাকে তার সাথে যদি এবনরমাল সুরংগ পথ তৈরী হয় তাকে এনাল ফিষ্টুলা বলে,
উপরের দুটি সংগা ফিষ্টুলাকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

😥😥😥কারন সমূহঃ

১) মলদ্বারে যদি কোন ফোড়া হয়, তা যদি নিয়ন্ত্রন না করা যায় এবং ইনফেকশন ভিতরে ছড়িয়ে পড়ে তাহলে।

২) আই বি এস অথবা আই বি ডি

৩) টিউবারকুলোসিস,

🤐🤐🤐 লক্ষন সমূহঃ

১) মলদ্বারে চুলকানী
২) মলদ্বারে সর্বদা ব্যথা অনুভত হওয়া, হাটাচলা, বসা, কাশি ইত্যাদিতে ব্যথা বেড়ে যাওয়া।
৩) গন্ধ যুক্ত স্রাব নির্গত হওয়া ( যেমনঃ পুজ, মল, রক্ত ইত্যাদি)
৪) টয়লেট করার সময় ব্যথা বেড়ে থাওয়া ও পুজ ও রক্ত নির্গত হওয়া ফিষ্টুলা ক্যানেল দিয়ে,

৫) মলদ্বার এর আশে পাশে ফুলে যাবে ও লাল হয়ে যাবে,
৬) ব্যথার সাথে জ্বর হতে পারে।

সিম্পটমেটিক হোমিওপ্যাথি চিকিৎসা অনেক উপকারে আসে কমন যে সকল মেডিসিন ব্যবহার করা হয় তা হল

১) সালফার
২) হিপার সালফ
৩) এসিড নাইট
৪) সাইলেসিয়া
৫) মার্ক সল

ইত্যাদি তবে চিকিৎসক এর পরামর্শ নিয়ে খাওয়া উচিৎ মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষন ভিত্তিক চিকিৎসা আপনার জন্য যে কোন মেডিসিন সিলেক্টেড হতে পারে এছাড়া ক্যালেন্ডুলা মাদারের সাথে ২০ ফোটার সাথে এক গামলা গরম জলে রোগিকে ১৫-২০ মিনিট বসার পরামর্শ দেই। #End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন