FD-তে সুদের হার বাড়িয়ে কোটি কোটি গ্রাহকদের উপহার দিল এই ব্যাঙ্ক ! জানুন নতুন সুদের হার

By Bangla news dunia Desk

Published on:

Dearness-Allowance-money

 

Bangla News Dunia, দীনেশ :- Indusind Bank তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংকটি ২৬ নভেম্বর ২০২৪ থেকে ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার পরিবর্তন করেছে। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৭.৯৯% এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.৪৯% পর্যন্ত সুদ পাওয়া যাবে।

FD-তে সুদের হার বাড়ালো Indusind Bank

Indusind Bank নিয়ে এলো নতুন ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার। এই বিশেষ ঘোষণায় ব্যাংক গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ দিয়েছে। ২৬ নভেম্বর ২০২৪ থেকে নতুন এই হার কার্যকর হয়েছে। যদি আপনি নিরাপদ, ঝুঁকিমুক্ত বিনিয়োগের উপায় খুঁজে থাকেন, তাহলে Indusind Bank-এর এই নতুন FD রেট আপনার জন্য হতে পারে আদর্শ। বর্তমান পরিস্থিতিতে বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন RBI শীঘ্রই রেপো রেট কমাতে পারে, যা FD-এর সুদ কমিয়ে দেবে। তাই এখন বিনিয়োগের উপযুক্ত সময়।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

Indusind Bank-এর নতুন সুদের হার (Indusind Bank FD Rate)

Indusind Bank বিভিন্ন সময়সীমার জন্য ভিন্ন ভিন্ন সুদের হার প্রদান করছে। ছোট মেয়াদ থেকে দীর্ঘমেয়াদি FD—সব ধরণের বিকল্প রয়েছে।

স্বল্পমেয়াদী FD (৭ থেকে ৩০ দিন): এই সময়ে ব্যাংক ৩.৫০% সুদ প্রদান করছে।

৩১ থেকে ৪৫ দিনের জন্য: সুদ বাড়িয়ে ৩.৭৫% করা হয়েছে।

৪৬ থেকে ৯০ দিনের FD: আপনি যদি ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে পরিপক্ক FD করেন, তাহলে ব্যাংক ৪.৭৫% সুদ দেবে।

১২১ থেকে ১৮০ দিন: এই মেয়াদের FD-এর জন্য সুদের হার ৫%। ১৮১ থেকে ২১০ দিন: এই মেয়াদের জন্য সুদের হার বেড়ে ৫.৮৫%।

২১১ থেকে ২৬৯ দিন: এই মেয়াদের জন্য সুদের হার ৬.১০%।

১ বছরের FD: এক বছর মেয়াদী FD-তে সর্বোচ্চ ৭.৭৫% সুদ পাবেন।

২ বছর থেকে ৫ বছর: ২ থেকে ৩ বছর মেয়াদী FD-এর জন্য সুদের হার ৭.২৫%।

৫ বছরের ট্যাক্স সেভিং FD: ট্যাক্স বাঁচানোর পাশাপাশি ৭.২৫% সুদ উপভোগ করতে পারবেন।

৬১ মাসের বেশি মেয়াদী FD: দীর্ঘমেয়াদী এই FD-তে সুদের হার ৭%।

Indusind Bank প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণরা ০.৫০% বেশি সুদ পাবেন। এর ফলে তাদের জন্য সর্বোচ্চ সুদের হার হবে ৮.৪৯%। এটি প্রবীণ নাগরিকদের একটি বড় সুবিধা, কারণ তাদের জন্য নিশ্চিত আয়ের একটি নিরাপদ উৎস প্রয়োজন।

 

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন