Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের (Chinmoy Krishna Das Arrest Issue) মুক্তির দাবিতে এবার রাজ্যের সব সীমান্ত এলাকায় সরব হতে রাজ্য বিজেপিকে (BJP) নির্দেশ দিল আরএসএস (RSS)। ২ ডিসেম্বর বনগাঁর পেট্রাপোল সীমান্তে বিজেপির বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই ইস্যুতে রবীন্দ্রসদন থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানাল বিজেপি।
আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য
’২৬-এর বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতা দখলে মেরুকরণই অস্ত্র বিজেপির। সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারি ইস্যুকে হাতিয়ার করে রাজ্যে বিশেষত সীমান্তবর্তী বিধানসভা এলাকায় হিন্দুভোটকে একজোট করতে সক্রিয় আরএসএস। সূত্রের খবর, এই ইস্যুতে বনগাঁ, বসিরহাট, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধার মতো সীমান্তে বিক্ষোভ সমাবেশ করার জন্য রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছে আরএসএস। সেই সূত্রেই সোমবার ২ ডিসেম্বর বনগাঁর পেট্রাপোলে সমাবেশ করতে চলেছে বিজেপি।
আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসকের চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারি নিয়ে মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির নিন্দা করে মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিল ইসকনের বাংলাদেশ শাখা। ইসকনের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরব হওয়ার জন্যই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসকন। এদিন ইসকনের সুরেই এরাজ্যেও সনাতনীদের পথে নামার আহ্বান জানিয়ে গলায় চিন্ময় কৃষ্ণের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরোন বিজেপি বিধায়করা। পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রবীন্দ্রসদন থেকে পদযাত্রা করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। সেখানে স্মারকলিপি দেওয়ার পর বাইরে এসে শুভেন্দু বলেন, ‘এনাফ ইজ এনাফ। বাংলাদেশের ওই প্রশাসক বালখিল্যের মতো অভিযোগ করছেন। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়। তিনি সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় সরব হয়েছিলেন এটাই তাঁর অন্যায়। অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাসকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। বাংলাদেশে সনাতনীদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। নাহলে ভিসা বন্ধ করা হোক।’
আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার
চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চায় বিজেপি ও আরএসএস। বাংলাদেশের ভারত-নির্ভরতার কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, ‘নুন আপনার আছে, আয়োডিনটা কিন্তু ভারতের। আমদানি-রপ্তানি ভিসা পারমিট বন্ধ করুন। বাকিটা আমরা সোমবার থেকে সীমান্তে গিয়ে বুঝে নেব।’ বাংলাদেশ থেকে রাজ্যে চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। চাপ বাড়াতে এদিন সেই পরিষেবা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, ‘সংখ্যালঘুদের ওপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন। চিকিৎসার জন্য ভারতে নয়, করাচি, লাহোরে যান।’
দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যে মন্দির ও ধর্মস্থানের ওপর হামলার ঘটনা নিয়ে সরব বিজেপি। তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা। বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের মানুষের ধর্মীয় অধিকার রক্ষার দাবিতে প্রস্তাব আনতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই ইস্যুকে সামনে রেখে ঘুরপথে বাংলাদেশে সংখ্যালঘু নিধনের অভিযোগকে বিধানসভায় তুলে আনতে চাইবে বিজেপি।
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের