Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর শেষের মুখে কর্মসংস্থান হতে চলেছে রানিগঞ্জে। খুলে যাচ্ছে মঙ্গলপুরে হুগলি জুটমিল। রবিবার থেকেই খুলবে জুটমিল। নোটিশ দিয়ে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। এর ফলে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রায় সাড়ে ১৩ বছর ধরে বন্ধ ছিল ওই জুটমিল। জানা গিয়েছে, পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
জুটমিলের পুরনো শ্রমিকদের নথি নিয়ে ডেকে পাঠানো হয়েছে। চলছে নাম নথিভূক্তকরণ। ২০০৩ সালে ওই জুটমিল তৈরি হয়েছিল। মোট ১৪০০ শ্রমিক কাজ করতেন কারখানায়। কিন্তু জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পরবছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় ২০১১ সালের জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলান জুটমিল কর্তৃপক্ষ। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন ১৪০০ শ্রমিক।
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
প্রতিবাদে সেই সময় অবরোধ-বিক্ষোভ হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। তাতে জুটমিল কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানেই কারখানা খোলার ব্যাপারে জট কাটে।
গতকাল থেকেই শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে। স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে।স্থানীয় আইএনটিটিইউসি নেতা নির্মল শঙ্খ পাল বলেন, ‘রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে। ১৩ বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা। কারখানা খুলে গেলে এলাকার আর্থ সামাজিক উন্নতি হবে।’ কারখানার প্রাক্তন শ্রমিক সোমনাথ দে বলেন, ‘কারখানা বন্ধ হওয়ার পর সরকারের কাছ থেকে ১৫০০ টাকা করে ভাতা পেতাম। তা দিয়ে সংসার চলত না। এতদিন পর কারখানা খোলার খবরে তাই আনন্দ পেয়েছি। আমাদের সুদিন এল।’
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের