Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আইপিএল ২০২৫-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বিরাট পরিবর্তন। কারা হবেন এই ১০ দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা কল্পনা রয়েছে। কারা হতে চলেছে ১০ দলের অধিনায়ক? তালিকায় রয়েছে চমক।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনির ছেড়ে যাওয়ার পর তার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। তাঁকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিও। ধোনির ছত্রছায়ায় এবার তাঁকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে তাই মনে করা হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বই গতবার গুজরাত থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত-হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল। এবার আর তা নেই। মুম্বই ইন্ডিয়ান্সে এবারও নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: নিলামে সম্পুর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মত খুব একটা বড় নাম নেই। তাই ফের আরসিবির নেতা হতে পারেন কোহলি।
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল লখনউ ছাড়ার পর অনেকেই মনে করেছিল, রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পান্তকে ২৭ কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পান্তই এগিয়ে লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে।
দিল্লি ক্যাপিটালস: একদিকে নিলামে পান্ত যখন দিল্লি ছেড়ে লখনউতে গিয়েছেন, অপরদিকে এলএসজি ছাড়া কেএল রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি, রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে। ফলে দিল্লি অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কে এল রাহুলও।
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার সানরাইডার্স হায়দরাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিল নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
পঞ্জাব কিংস: নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তারমধ্যে রয়েছে কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই।
রাজস্থান রয়্যালস: বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ফলে এবার সঞ্জুই হতে চলেছে রাজস্থান রয়্যালসের নেতা।
কলকাতা নাইট রাইডার্স: কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সবথেকে বেশি জল্পনা। তাদের অধিনায়ক কে হবেন এই মরসুমে? দলে তেমন কোনও মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অজিঙ্কে রাহানের মধ্যে একজনকে করা হতে পারে অধিনায়ক। অভিজ্ঞতার নিরিখে রাহানে এগিয়ে থাকলেও তাঁর নিজের ব্যাটিং ফর্ম কেমন সেটাও এখানে বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের