রেশন কার্ডে বড় আপডেট ! এবার থেকে কমবে চাল, বাড়বে গম, জানুন নতুন নিয়ম

By Bangla news dunia Desk

Published on:

Ration-Slip

 

Bangla News Dunia, দীনেশ :- রেশন কার্ডধকারীদের জন্য বড় সুখবর। এবার থেকে রেশনে বরাদ্দকৃত খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন আসতে চলেছে। দেশের কোটি কোটি মানুষ যারা রেশন দ্রব্যের উপর নির্ভরশীল, তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের মাধ্যমে সরবরাহকৃত চাল ও গমের পরিমাণে বদল আনছে। ১ নভেম্বর, ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত রেশন দোকানগুলিতে এই নিয়ম সম্পূর্ণরূপে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। 

কি বদল আসছে রেশন কার্ডে?

এই নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ডে চাল ও গমের বরাদ্দে সামঞ্জস্য আনা হয়েছে। আগে যেখানে রেশন কার্ডধারীরা ৩ কেজি চাল এবং ২ কেজি গম পেতেন এখন সেখানে চালের পরিমাণ কমিয়ে ২.৫ কেজি করা হচ্ছে এবং গমের পরিমাণ বাড়িয়ে ২.৫ কেজি করা হচ্ছে। সরকারের দাবি এই সিদ্ধান্তের ফলে চাল এবং গম সরবরাহের ভারসাম্য আনা সম্ভব হবে।

অন্ত্যোদয় কার্ডে বরাদ্দের পরিবর্তন

অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে যেসব পরিবার প্রতি মাসে ৩৫ কেজি চাল পেতেন তাদের ক্ষেত্রেও এই খাদ্য শস্যের পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী-

  • আগে অন্ত্যোদয় কার্ডধারীরা ৩০ কেজি চাল এবং ১৪ কেজি গম পেতেন। 
  • এখন থেকে তারা প্রতি মাসে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাবেন।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

কোন রাজ্যগুলিতে এই পরিবর্তন কার্যকর হবে?

চাল ও গমের ভারসাম্যের এই পরিবর্তন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সহ মোট ৯ টি রাজ্যে কার্যকর করা হয়েছে। আগামীতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এই নিয়ম কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে। 

সরকারের উদ্দেশ্য

এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশের গরীব জনগোষ্ঠীকে সামঞ্জস্য বজায় রেখে খাদ্যশস্য সরবরাহ করা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে পরিবর্তন এনে গমের পরিমাণ বাড়ানো হয়েছে, যাতে সারা বছর খাদ্যশস্যের চাহিদা মেটানো যায়।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

গ্রাহকদের জন্য পরামর্শ 

রেশন কার্ডধারীদের দ্রুত তাদের নিকটবর্তী রেশন দোকানে গিয়ে এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ম পরিবর্তনের ফলে খাদ্য শস্যের প্রাপ্যতা এবং সরবরাহে সামান্য পরিবর্তন আসতে পারে। 

আপনার রেশন কার্ডের নতুন নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং সুবিধা নিতে নিকটবর্তী রেশন দোকান গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা সংশ্লিষ্ট সরকারি পোর্টালে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন