সুন্দরবনে দেদার হরিণ শিকার চলছে? পাথরপ্রতিমার ঘটনা রীতিমতো উদ্বেগজনক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুন্দরবনে রীতিমতো এবার শিকারির উৎপাত। হরিণকে মারার অভিযোগ সুন্দরবনে। প্রশাসনের নজর এড়িয়ে এই কাজ কবে থেকে চলছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে আম জনতার মধ্যে। পশু প্রেমীরাও রীতিমতো ক্ষেপে আগুন। তাঁরাও চাইছেন যাতে দোষীরা এমন শাস্তি পায়, আর ঘুরে তাকাতে না পারে সুন্দরবনের দিকে। যে সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বন দফতরও বেশ কিছু পরিকল্পনা করেছে সুন্দরবনকে বাঁচানোর, সেখানে কী না এই অবলাদের ওপর এই ভয়ঙ্কর তাণ্ডব চলছে?

এবার আপনাকে যখন আসল ঘটনা বলবে তখন আপনিও চাইবেন এই পাপীদের যাতে শাস্তি হয়। কারণ এরাই সব শেষ করে দিচ্ছে, প্রাকৃতি সম্পত্তি যেমন শেষ করছে, তেমনই শেষ করছে ভারসাম্যও। না হলে হরিণ মারবে? তাও আবার সরকারের নজর এড়িয়ে সুন্দরবনে।

 

আরো পড়ুন: এবার নর্থ সিকিম বেড়াতে যাওয়া যাবে? কবে থেকে? জেনে নিন জরুরি তথ্য

এই অভিযোগ পেয়ে অবশ্য হাতগুটিয়ে বসে নেই প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার রামগঙ্গা ঘাট থেকে এক চোরা শিকারীকে হাতেনাতে পাকড়াও করেছে বন দফতরের রামগঙ্গা রেঞ্জের কর্মীরা। ধৃত তপন দাস স্থানীয় বরদাপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রায় ২৫ কেজির কাছাকাছি মাংস এবং চামড়া উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। হেফাজতে নিয়ে বাকি চোরা শিকারীদের ধরতে করতে চাইছে বন দফতর। এই ঘটনা আগেও ঘটেছে বলে অনুমান বনকর্মীদের। কারণ কিছুদিন আগেই হরিণের মাংস সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরা শিকারীদের হদিশ পান বন কর্মীরা। তারপর থেকেই পাথরপ্রতিমার জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নজরদারি চালানোর মধ্যেই এবার এক চোরা শিকারী হরিণের মাংস এবং চামড়া সহ ধরা পড়ল।

কিন্তু এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পর্যটকরা কার ভরসায় যাবেন সুন্দরবনে? যদি সুন্দরবনের আসল জিনিসগুলিই হারিয়ে যায়? গোটা ঘটনা নিয়ে চিন্তিত সকলেই। তবে প্রশাসনের তরফে এবার কড়া পদক্ষেপ করা হয়ে বলে মনে করছেন সকলেই। তবে এই ঘটনা নতুন নয়, আগেও একাধিক বার বিবিন্ন জয়গা থেকে এই  হরিণ শিকারের ঘটনা নজরে এসেছিল।

 

আরো পড়ুন:গুড় খাঁটি না ভেজাল? চেনার এই কৌশল জানলে আর ঠকবেন না

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন