POMIS-প্রতিমাসে 9250 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। একাউন্ট খুললেই নিশ্চিত টাকা পাবেন

By Bangla news dunia Desk

Published on:

modi-mamata

 

Bangla News Dunia, দীনেশ :-  পোস্ট অফিসের একটি জনপ্রিয় প্রকল্প মান্থলি ইনকাম স্কিম (POMIS). বর্তমানে মানুষ টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের প্রতি অগাধ ভরসা রাখে। এই দুই জায়গায় টাকা সঞ্চয় করে রাখা যেমন নিরাপদ তেমন ভাবেই, ভালো রিটার্ন পাওয়া যায়। আর সে কারণে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলি গত
কয়েক বছরে এত নাম করেছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে পোস্ট অফিসের মধ্যে ইনকাম স্কিম প্রকল্প সম্পর্কে।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

POMIS Money Investment Details

বর্তমানে প্রত্যেক মানুষ নিজেদের অর্থ নিয়ে সচেতন। কোথায় সেই অর্থ বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন তা নিয়ে সদা সর্বদা ভেবে চলেন। পোস্ট অফিস বিভিন্ন প্রকল্প (Post Office Scheme) চালু করেছে, যার দ্বারা সাধারণ মানুষের উপকার হয়। তার মধ্যেই একটি প্রকল্প হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme). প্রকল্পে আপনি কিভাবে টাকা বিনিয়োগ করবেন, কিভাবে লাভবান হবেন সেই বিষয়ে জানতে আজকের প্রতিবেদন পড়তে হবে।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ

পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে এক ও অন্যতম হল Post Office Monthly Income Scheme (POMIS) স্কিম। এই স্কিমটি হল মূলত সরকার-সমর্থিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই প্রকল্প থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। POMIS স্কিমের মেয়াদ হল মোট পাঁচ বছর। এই স্কিমে আপনি বিনিয়োগ করলে প্রতি মাসে ৯ হাজার টাকা করে আয় করতে পারবেন। পোস্ট অফিসের এই প্রকল্পের সুদ যথেষ্ট ভালো। ২০২৪ সালের আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর মাসে এই মাসিক আয় প্রকল্পে বার্ষিক সুদ ৭.৪ শতাংশ।

পোস্ট অফিসের এই মাসিক আয় প্রকল্পে একজন গ্রাহক নূন্যতম হাজার টাকা জমা করতে পারবেন। আর এই প্রকল্পে হাজার টাকার গুণিতক হিসেবে জমা করা যেতে পারে। সেক্ষেত্রে বলা যায়, কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্টে মোট জমা করা টাকার পরিমান হতে পারে ৯ লক্ষ। আর যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ জমা করা টাকার পরিমান হল মোট ১৫ লক্ষ টাকা।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

পোস্ট অফিসের মান্থলি ইনকাম প্রকল্পটিতে কেন্দ্র সরকার সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করার অনুমতি দেয়। আর ৯ লক্ষ টাকা এই স্কিমে জমা করলে আপনি প্রতি মাসে সুদ পাবেন ৫৫৫০ টাকা। আর অপরদিকে ১৫ লক্ষ টাকা জমা করলে সেক্ষেত্রে মাসিক সুদের পরিমান দাঁড়ায় মোট ৯২৫০ টাকা। এই প্রকল্পের ক্ষেত্রে যদি একজন গ্রাহকের প্রিম্যাচিউর করার প্রয়োজন হলে এক বছর পর তারা টাকা তুলতে পারবেন। তবে প্রি-ম্যাচিউর ক্লোজ করতে হলে সেক্ষেত্রে পেনাল্টি দেওয়া বাধ্যতামূলক।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বার্ষিক সুদের হার ৭.৪%. এই প্রকল্পে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হলো ৯ লাখ টাকা। আর যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ এর পরিমাণ হলো ১৫ লাখ টাকা। সেক্ষেত্রে কোন একজন ব্যক্তির বার্ষিক সুদের পরিমাণ ১,১১,০০০ টাকা হবে। আর মাসিক সুদের পরিমাণ হবে ৯২৫০ টাকা। এখন জেনে নেওয়া যাক, কিভাবে আবেদন করবেন। এই প্রকল্পে বিনিয়োগের জন্য আবেদন করতে হলে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। আর সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করা শুরু করে দিতে পারেন।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন