বাংলাদেশ নিয়ে পোস্ট করে কটাক্ষের শিকার লগ্নজিতা, বাধ্য হয়ে করলেন ডিলিট

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টলিপাড়ায় গায়িকা হিসাবে খুবই জনপ্রিয় লগ্নজিতা চক্রবর্তী। মাঝে মাঝেই গায়িকা খবরের শিরোনাম দখল করে থাকেন। আরজি কর-কাণ্ডের সময়ও লগ্নজিতা সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং ছিলেন। আর এইসব রেশ মিটতেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন লগ্নজিতা। অবশ্য সেই ট্রোলের যোগ্য জবাবও দিয়েছেন গায়িকা। এই মুহূর্তে হিন্দুদের ওপর অত্যাচারের ধারাবাহিক ঘটনা নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। ভাইরাল তেরঙ্গা অবমাননার ছবি। এমন পরিস্থিতিতে হিন্দু-মুসলিম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানাতেই কটাক্ষের শিকার হলেন গায়িকা।

 

আরো পড়ুন: এবার নর্থ সিকিম বেড়াতে যাওয়া যাবে? কবে থেকে? জেনে নিন জরুরি তথ্য

শনিবার লগ্নজিতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি, অনেক দিন /বছর/কাল আগেই। কোনওদিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গিয়েছে, এই আমার ভাবনা ও চিন্তা ছিল। এই পোস্ট করতেই গায়িকাকে ট্রোল-সমালোচনা শুরু হয়ে যায়। অনেকেই লেখেন লগ্নজিতা কিছুই জানেন না এই সম্পর্কে। আবার অনেকে লেখেন, গায়িকাকে তো বাংলাদেশের শ্রোতা ধরে রাখতে হবে। এইসব ট্রোল যদিও চুপ করে হজম করেননি গায়িকা। তিনিও পাল্টা দিয়েছেন।

রবিবার গায়িকা লেখেন, ‘অনেকে বলছেন, এই যে আমার হিন্দু মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না/করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কী হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরও শিক্ষিত হওয়া উচিত ছিল, ইত্যাদি এবং ইত্যাদি। সে তো বুঝলাম। কিন্তু আমি আমি তো হিন্দু-মুসলিম যে ভাই-ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি। এরপর গায়িকা তাঁকে করা একাধিক ট্রোল প্রসঙ্গে পাল্টা লেখেন, শুনুন, থ্রেট শুনে শুনে আজকাল থ্রেটেরও বোর লাগে। যে কোনও জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আরকি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়?’ নিজের আরেক মহাত্মা গান্ধীর মন্তব্যও শেয়ার করে লগ্নজিতা লেখেন, ‘তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম (যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আরকি!)।

 

আরো পড়ুন:– গুড় খাঁটি না ভেজাল? চেনার এই কৌশল জানলে আর ঠকবেন না

 

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- আইনের পাঠ থেকে সুব্যবহার! সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব নবান্নে

আরো পড়ুন :- বাড়ি-অফিসে ED হানা প্রসঙ্গে মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন