মহাবিপাকে চীন ! লাদাখে ঠান্ডায় মরছে তাদের সেনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহাবিপাকে চীন ! লাদাখে চীন এর সাথে দীর্ঘদিন ধরে ভারতের সাথে চলে আসা উত্তেজনার মধ্যে নিজেদের সেনা জওয়ানদের ঠাণ্ডা থেকে বাঁচানো    কঠিন হচ্ছে চীনের পক্ষে। সূত্র মারফত খবর যে, চীনের সেনা লাদাখে ঠাণ্ডা বরদাস্ত করতে পারছে না, আর তাঁদের জওয়ানরা লাগাতার অসুস্থ হয়ে পড়ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনের সেনা লাদাখে ঠাণ্ডা বরদাস্ত না করতে পেরে প্রাণ হারাচ্ছে ।

বিশেষ রিপোর্ট বলছে চীনের পিপল লিবারেশন আর্মি প্যাংগং লেকের উত্তর এলাকায় হতাহতের শিকার হচ্ছে। গত সপ্তাহে ওই এলাকায় চীনা জওয়ানদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ভারতীয় জওয়ানদের মাইনাস তাপমাত্রায় থাকার অভ্যেস আগে থেকেই রয়েছে। আমাদের জওয়ানরা অনেকদিন সিয়াচেনে হাড় কাঁপানো ঠাণ্ডায় মোতায়েন ছিল, কিন্তু চীনের জওয়ানদের কাছে এরকম কোনও অভিজ্ঞতা নেই। ফলে ভারত এর সাথে তাল মেলাতে গিয়ে বিপাকে চীন। পার্বত্য লড়াইতে তারা অনেক পিছিয়ে ভারতের থেকে সেটা বারবার প্রমাণ হচ্ছে।

আরো পড়ুন :- চীনের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নেওয়ার ডাক মোদীর !

লাদাখের ওই এলাকার আবহাওয়া রাতে আরও বেশি ঠাণ্ডা হয়ে যায়। সেখানে তাপমাত্রা মাইনাসের থেকেও অনেক বেশি নীচে নেমে যায়। সূত্র বলছে যে, চীনের  পিএলএ-এর জওয়ানদের এরকম যায়গায় থাকার কোনও অভিজ্ঞতা নেই। আর এই কারণে প্রবল ঠান্ডায় তাঁদের হতাহতের সংখ্যা বাড়তে পারে। প্রায় ১৫ হাজার চীনা জওয়ান ১৫-১৬ হাজার ফুট উচ্চতায় মোতায়েন আছে। ফলে ভারতের মোকাবিলা তো দূর তারা নিজেদের বাঁচাতে পারছে না। তাই সীমান্তে অনেক এগিয়ে ভারত।

Highlights

1. মহাবিপাকে চীন !

2. তাই সীমান্তে অনেক এগিয়ে ভারত

#INDIA # CHINA #PLA #LADAKH

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন