আবার বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকারের নামকরা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). বর্তমানে এই প্রকল্পে প্রচুর মহিলারা উপকৃত। চলতি বছর লোকসভা নির্বাচনের সময় প্রকল্পের টাকা দ্বিগুণ করেছিল সরকার। আর এবার জানা যাচ্ছে, ফের নাকি বাড়তে চলেছে প্রকল্পের টাকা। আর এই নতুন আপডেট শোনার জন্য কতদিন অপেক্ষা করে ছিলেন মহিলারা। আর এবার মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ছে আর কতটা বাড়ছে আসুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

WB Lakshmir Bhandar Scheme

রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই। এই প্রকল্পের দ্বারা উপকৃত মহিলারা প্রত্যেক মাসে পান ১০০০ টাকা ও ১২০০ টাকার আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে ক্রেডিট হয় টাকা। কিছুদিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাকি পুনরায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়বে। এবার শোনা যাচ্ছে, সেটাই নাকি সত্যি হতে চলেছে। ‌তাহলে কি এবার দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? ১০০০ টাকার পরিবর্তে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা? এই ধারণা কতটা সত্যি? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

Lakshmir Bhandar Scheme Money Update

বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যে বসবাসকারী তফসিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা পাবেন। আর সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। ‌ইতিমধ্যে একটি পরিসংখ্যান বলছে, রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৪৮,৪৯০ কোটি টাকা ব্যয় করেছে। আর এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের মোট হতে চলেছে প্রায় ৫৪,০০০ কোটি টাকা।‌ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে হতে চলেছে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

ইতিমধ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গর্বের সঙ্গে আরও একটি বিষয়ে উল্লেখ করেছেন যে, সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু হয়েছে এবং এই প্রকল্পটি বর্তমানে অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে। লক্ষ্মীর ভান্ডার স্কিমটি অনন্য একটি স্কিম যেটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে থাকে। এমনকি,‌ রাজ্যের কোন পরিবারের একাধিক মহিলা থাকলেও সবাই এই প্রকল্পের সুবিধা পান।

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর থেকে, অতিরিক্ত আরো ৫ লাখ ৭ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। বর্তমানে এই প্রকল্পে রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২ কোটি ২১ লক্ষ। তবে নতুন উদ্যোগের ফলে অতিরিক্ত আরও ৫,০৭,০০০ জন মহিলা আর্থিক সহায়তা পাবেন। তবে এখনো পর্যন্ত নতুন করে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির জন্য কোনো ঘোষণা সরকারি তরফে করা হয়নি। এখন দেখা যাক, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রকল্পের টাকা বৃদ্ধি হয় নাকি।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন