Bangla News Dunia, দীনেশ দেব :- পূজো শেষ হতে না হতেই , শুরু হয়ে যাবে বিহার বিধানসভা নির্বাচন। যারা রাজনীতি প্রেমী তাদের জন্য খুব উত্তেজনার সময় আসতে চলেছে। বিহার দেশের একটি বড় রাজ্য যেখানে বিধানসভার ২৪৩ টি আসন রয়েছে। যার জন্য লড়াই হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে।
তবে এই লড়াইতে এখন পর্যন্ত স্বাভাবিক ভাবে এগিয়ে রয়েছে এনডিএ জোট। যার মুখ্যমন্তি পদপ্রার্থী হলেন নীতিশ কুমার। অপর দিকে বিরোধী জোটের কোনো মুখ্যমন্তি পদপ্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। হয়তো আগেও ঘোষণা করা হবে না। বিহারের এক বড় রাজনৈতিক লালু প্রসাদ যাদব এই নির্বাচনে অংশ গ্রহণ করছেন না। যার সুবিধা এনডিএ জোট তাদের ভোটার মাধ্যমে পাবেন।
আরো পড়ুন :- বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি-নীতীশ জোট , বলছে সমীক্ষা
এখন পর্যন্ত বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বিহারে এনডিএ জোট ১৬০ টির বেশি আসন দখল করতে চলেছে। অন্যদিকে বিরোধী শিবির ৬০ টির বেশি আসন পাবে বলে মনে করা হচ্ছে। আর বাকি আসন অনন্যার পাবার আশঙ্কা করা হচ্ছে।
অর্থাৎ আরো একবার এনডিএ জোট বিহারে তাদের সরকার গড়তে চলেছে। এমনটাই মনে করা হচ্ছে। মূলত বিরোধী শিবিরে তেমন কোনো বড় নেতা না থাকার সুবিধা এনডিএ জোট পেতে চলেছে।
আরো পড়ুন :- মহাবিপাকে চীন ! লাদাখে ঠান্ডায় মরছে তাদের সেনা