Bangla News Dunia, দীনেশ :- শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে পরিষ্কার করতে হবে শৌচাগার। ধর্মীয় অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করে সোমবার তাঁকে এই শাস্তির কথা শোনান অকাল তখত-এর জাঠেদার। সুখবীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ২ ডিসেম্বর পাঁচজন শিখ ধর্মগুরুর সঙ্গে বৈঠক করেন জাঠেদার জ্ঞানী রঘবীর সিং। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ৩ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এক ঘন্টার জন্য শৌচাগার পরিষ্কার করবেন সুখবীর সিং বাদল এবং তাঁর সহযোগীরা। এরপর স্নান করে তাঁরা লঙ্গর পরিবেশন করবেন। লঙ্গরে এক ঘন্টা বাসনও ধোবেন তিনি। এইসবের পরে বসবেন শ্রী দরবার সাহেবের বাইরে যেখানে তাঁকে তানখাইয়া ঘোষণা করে একটি ফলক পরানো হবে।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পঞ্জাবে ক্ষমতায় ছিল অকালি দল। সেই সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সুখবীর সিং বাদল। তাঁর মন্ত্রিত্বে নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্যই এই শাস্তির মুখে পড়লেন সুখবীর। সেই সময় পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে আসীন প্রয়াত প্রকাশ সিং বাদল-এর ‘ফখর-ই-কওম’ খেতাবও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁদের নেওয়া ওই ভুল সিদ্ধান্তগুলিকে ‘পাপ’ বলে অভিহিত করেছে অকাল তখত।
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন
আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!