দেশ-বিদেশে পণ্য পাঠাতে এত কম খরচ ! ভারতীয় পোস্টের নতুন পরিষেবা সম্পর্কে জানলে অবাক হবেন

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- দেশব্যাপী পণ্য পরিবহন পরিষেবায় নতুন বিপ্লব আনতে কেন্দ্রীয় ডাক বিভাগ বা ভারতীয় পোস্ট চালু করল দুটো নতুন পরিষেবা। এই পরিষেবা দুটি হল- “লজিস্টিক পোস্ট” এবং “মোবাইল পার্সেল ভ্যান”। এই পরিষেবা দুটির মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র দেশের ভিতরেই নয়, বিদেশেও এবার থেকে পণ্য পাঠাতে পারবে খুব সহজে এবং খুব কম খরচে। 

লজিস্টিক পোস্ট 

লজিস্টিক পোস্ট পরিসেবা মূলত বড় আকারের এবং বেশি ওজনের পণ্য পরিবহনের জন্য চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ৩ টন পর্যন্ত পণ্য দেশের বাইরেও পাঠানো সম্ভব। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি থেকে দীঘা পর্যন্ত এই পরিষেবা চালু করা হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই পরিষেবা বিশেষভাবে কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে। 

মোবাইল পার্সেল ভ্যান 

মোবাইল পার্সেল ভ্যান পরিষেবাটি মূলত ব্যক্তিগত পণ্য পরিবহনের জন্য চালু করা হয়েছে। ভারতীয় পোস্টের কর্মীরা গ্রাহকদের বাড়ি থেকে পণ্য সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় এবার থেকে পৌঁছে দেবেন। এই পরিষেবায় সর্বাধিক ৩৫ কেজি পর্যন্ত পণ্য পাঠানো যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সার্কেলের ৩২ টি প্রধান ডাকঘর থেকে এই পরিষেবা পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

অর্ধেক খরচে দ্রুত পরিষেবা 

সরকারি ডাক বিভাগে এই পরিষেবা বেসরকারি কুরিয়ার সংস্থাগুলি তুলনায় প্রায় অর্ধেক খরচে পণ্য পরিবহন করবে। পশ্চিমবঙ্গ সার্কেলের চিপ পোস্টমাস্টার জেনারেল নিরাশ কুমার জানিয়েছেন, লজিস্টিক পোস্ট পরিষেবায় কিলোমিটার প্রতি খরচ হয় ২ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৯.৩৬ টাকা পর্যন্ত। অন্য কোথাও এত কম খরচে এই পণ্য সরবরাহের সুবিধা পাওয়া যাবে না। 

তিনি আরো জানান যে, গ্রাহকদের সুবিধার্থে পণ্যের বীমার ব্যবস্থাও করা হয়েছে। ফলে কোন ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণও দেওয়া হবে সরকারের তরফ থেকে।

আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!

কিভাবে বুকিং করবেন? 

এই পরিষেবা পেতে হলে গ্রাহকদের ভারতীয় পোষ্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করাতে হবে। এছাড়া স্থানীয় ডাকঘরে গিয়েও বিস্তারিত তথ্য জেনে এই পরিষেবা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

 

বাণিজ্যিক এবং ব্যক্তিগত ক্ষেত্রে সুবিধা 

ভারতীয় পোস্টের এই নতুন উদ্যোগের ফলে সাধারণ মানুষ ছাড়া বিভিন্ন বাণিজ্যিক সংস্থা ব্যাপকভাবে উপকৃত হবে। তুলনামূলকভাবে কম খরচে এবং খুব দ্রুত পণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে ভারতীয় পোস্ট এখন বেসরকারি সংস্থাগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। 

সরকারের এই উদ্যোগের ফলে ডাক বিভাগ এখন আরো লাভজনক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সারা দেশে এবং বিদেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতীয় পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন