Bangla News Dunia , Pallab : সকাল সকাল অভিনয় থেকে অবসর ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ২০২৪ সালে টুয়েলভথ ফেল, সবরমতী রিপোর্টের মতো সাড়া জাগানো ছবিতে অভিনয়ের পর মাত্র ৩৭ বছরেই বিক্রান্তের স্বেচ্ছা অবসর হজম হচ্ছে না কারুর। আরও পড়ুন-‘সত্যিটা সামনে আসছে…’, বিক্রান্তের ‘সবরমতী রিপোর্ট’-এর প্রশংসায় পঞ্চমুখ মোদী
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
এর মাঝেই সোমবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতী রিপোর্ট দেখলেন অভিনেতা। হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা অভিনীত ছবি দেখে মুগ্ধ মোদী। এক্স হ্যান্ডেলে সে কথা জানালেন প্রধানমন্ত্রী।
সংসদ গ্রন্থাগার ভবনের বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সাংসদদের সঙ্গে বসে সবরমতী রিপোর্ট উপভোগ করলেন মোদী। সেই ছবি পোস্ট করে তিনি চলচ্চিত্র নির্মাতাদের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘সবরমতী রিপোর্ট’-এর স্ক্রিনিংয়ে এনডিএ সাংসদদের সঙ্গে যোগ দিলাম। আমি চলচ্চিত্রের নির্মাতাদের কুর্নিশ জানাই, এই প্রয়াসের জন্য’। সূত্রের খবর, ছবি দেখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী। #Short News
আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!