Bangla News Dunia, দীনেশ :- বাবা মেয়ের বিয়ে। শুনতে অবাক লাগলেও ঘটনাটা একটুও অতিরঞ্জিত নয়। নিজের বাবাকেই বিয়ে করেছেন মেয়ে। সমাজমাধ্যমে এক ভিডিও প্রকাশ্যে আসার পরই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করেছেন সমাজবাদী পার্টির নেতা জয়প্রকাশ যাদব। তারপর থেকেই হু হু করে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণী মাথায় সিঁদুর গলায় মঙ্গলসূত্র পড়ে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করছেন। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিও জানাচ্ছেন ওই তরুণী তাঁর মেয়ে, তাকেই তিনি বিয়ে করেছেন। তরুণীর দাবি, তাঁর বয়স ২৪ বছর। ছোট থেকেই বাবাকে ভালবাসতেন তিনি। তাই তাঁরা দু’জনে স্থানীয় একটি মন্দিরে বিয়ে করেছেন। যুবতীর পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জানান, তাঁর বয়স ৫০। কিন্তু তাঁরা দু’জনেই বিয়ে করে অত্যন্ত খুশি। ভিডিওতে এক প্রত্যক্ষদর্শী জিজ্ঞাসা করেন, বাবা মেয়ের সম্পর্ক এমন নয়। তাঁদের এর জন্য কোনও লজ্জাবোধ নেই? তাতে বাবার পাল্টা জবাব, ‘কোন যুগে বাস করছেন? লজ্জা পাব কেন?’
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন
ভিডিও ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। সকলেই এই বিয়ের সমালোচনায় সরব হয়েছেন। কেউ বলছেন নিশ্চয় এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে। কারও আবার মন্তব্য, নৈতিকতার সমস্ত সীমা পার করে ফেলেছেন ওই যুবতী আর তাঁর বাবা। অনেকে আবার ভারতীয় বিয়ের আইনকে সামনে এনেছেন। তাঁদের মন্তব্য, হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই ধরনের বিয়ে অশ্লীল এবং বেআইনি। তবে কোনও সমালোচনাকেই যে তারা পাত্তা দিতে নারাজ, তা জানিয়ে দিয়েছেন ওই তরুণী ও তাঁর বাবা। দু’জনেরই দাবি, তাদের সম্পর্ক নিয়ে অনেকে সমালোচনা করছিলেন। সে সমালোচকদের জবাব দিতেই তাঁরা বিয়ে করেছেন।
আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!