বাড়িতে অ্যালোভেরা গাছ রেখেছেন ? অবশ্যই মেনে চলুন এই নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : অনেকেই বাড়িতে নানা ধরনের গাছ রাখেন ৷ জানলা হোক বা ছাদ আর ব্যালকনি তো আছেই ৷ যা বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে ৷ ঘরে আমরা যে সমস্ত গাছ রাখি তারমধ্যে অন্যতম হল অ্যালোভেরা ৷ বহুগুণ এই গাছের ৷ স্বাস্থ্যের পাশাপাশি এইগাছ ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী ৷ বাস্তু মতে, এই গাছ ঘরে রাখা শুভ ৷ কারণ অ্যালোভেরা গাছের গুরুত্ব রয়েছে অনেক ৷

বাস্তু মতে, ঘরে অ্যালোভেরা লাগালে মানুষের উন্নতির সমস্ত বাধা দূর হয় । তবে এটি লাগানোর সময় দিকটি মাথায় রাখতে হবে ৷ তাহলেই এর উপকার পাওয়া যাবে ৷ সঠিক দিকে অ্যালোভেরা লাগালে দেবী লক্ষ্মী ঘরে থাকেন ৷ যারফলে টাকার অভাব দূর হয় ৷

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

জীবনে আর্থিক কষ্ট লেগেই রয়েছে ? টাকার অভাবে জীবন কাটাচ্ছেন ? ঘর থেকে টাকা বেরিয়ে যাচ্ছে ? এর সঙ্গে সংসারে সুখ আসছে না ? তবে আপনার ঘরের অ্যালোভেরা ভুল জায়গায় নেই তো ? ফেং শুঁই-এর তথ্য অনুযায়ী, অ্যালোভেরা ঘরের ঠিক জায়গায় রাখলে ঘরের বাস্তু ঠিক থাকে ও পজেটিভ এনার্জি ফিরে আসে ৷ বাস্তুমতে, বাড়িতে সঠিক দিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে । জীবন ভরে ওঠে সাফল্যে ।

বাস্তু শাস্ত্র অনুসারে, সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে অ্যালোভেরা গাছ বাড়ির পূর্বদিকে রাখতে পারেন ৷ পূর্ব দিক হল সূর্যের দিক ৷ এইদিকে অ্যালোভেরা গাছ রাখলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে ও জীবনের দুঃখ কষ্ট দূর হয় ৷ প্রেম জীবনেও সমস্যা দূর করতে অ্যালোভেরা কার্যকরী উপায় ৷ প্রেম জীবনে সমস্যা দূর করতে এই গাছকে পূর্বদিকে রাখা ভালো ৷ #End

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন