Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদী সরকারের ! মোদী সরকার বড় সিদ্ধান্ত নিয়ে চীন থেকে রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনের আমদানি নিষিদ্ধ করল। সরকার এই আদেশ তৎকাল লাগু করার নোটিফিকেশন জারি করেছে। এ ক্ষেত্রে স্প্লিট আর উইন্ডো এই দুই রকমই রেফ্রিজারেন্টস-সহ আরো কিছু কম্পনির এয়ার কন্ডিশন চীন থেকে আর ভারতে আসবে না। অর্থাৎ আত্মনির্ভর ভারতের রাস্তায় আরো একধাপ এগিয়ে গেলো দেশ। বাঁচবে দেশি কোম্পানি আর বাড়বে উৎপাদন ও পণ্য চাহিদা। নতুন নীতিতে দেশ ব্যাপী এক বিরাট পরিবর্তনের রাস্তায় হাঁটছে মোদী সরকার।
কেন্দ্রের মোদী সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া রেফ্রিজারেন্টস-সহ নানা এয়ার কন্ডিশন কোম্পানি গুলো আরো লাভের মুখ দেখবে। আত্মনির্ভর ভারত নতুন এই অভিযান অনুযায়ী এয়ার কন্ডিশন উৎপাদকে দেশকে আত্মনির্ভর বানানোর জন্য সাহাজ্য করা হবে। সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিনে তৈরি রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত সরকার অনেকদিন ধরেই মাথায় রেখেছিল। কারণ চীনের তৈরি এই সকল মেশিন থেকে বিষাক্ত ক্লোরোফ্লুোকার্বন গ্যাস নির্গত হয়, যেটা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। তাই নতুন দূষণ হীন যন্ত্রাংশ ব্যাবহার করতে চায় সরকার।
আরো পড়ুন :- মহাবিপাকে চীন ! লাদাখে ঠান্ডায় মরছে তাদের সেনা
ভারত গত তিন বছরে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকার এয়ার কন্ডিশন আমদানি করেছে। এই বছর এপ্রিল থেকে জুলাই মাসে ১৫৮.৮৭ মিলিয়ন ডলারের এসি আমদানি করা হয়েছিল। সেই আমদানিতে চীন আর থাইল্যান্ডের অংশিদারিত্ব ছিল ৯৭ শতাংশ। এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতের দ্বারা যে চীনের জন্য বড় ঝটকা, সেটা বলাই বাহুল্য। আত্মনির্ভর ভারতের রাস্তায় আরো একধাপ।
Highlights
1. চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদী সরকারের !
2. আত্মনির্ভর ভারতের রাস্তায় আরো একধাপ
#AC #FREEZE #MAKE IN INDIA #CHINA