Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI). আর স্টেট ব্যাংকের তরফে সকল গ্রাহকদের জন্য চালু করা হয়েছে বিভিন্ন ধরনের স্কিম (SBI Scheme). যেখান থেকে আপনি পাবেন নিশ্চিত গ্যারান্টি। স্টেট ব্যাংকের একাধিক প্রকল্প আপনাকে ডাবল রিটার্ন দেবে। এমনই সেরা তিন স্টেট ব্যাঙ্কের স্কিম সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে আরও বিস্তারিত।
Best Of SBI FD Schemes
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বহু মানুষের কাছেই টাকা রাখার ভরসাযোগ্য মাধ্যম। বর্তমানে অনেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা রেখে নিশ্চিন্ত হয়ে থাকেন। কারণ এখানে বেশ কিছু এমন স্কিম আছে যেখান থেকে আপনি নিশ্চিত গ্যারান্টি এবং ডবল রিটার্ন পাবেন। বর্তমানে অনেকেই আছেন ফিক্সড ডিপোজিট বা এফডি (SBI FD Scheme). করতে চান সেক্ষেত্রে স্টেট ব্যাংকে চালু থাকা ফিক্সড ডিপোজিট স্কিমগুলি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এমনই সেরা ৩ স্কিম নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
State Bank Top 3 FD Scheme
১) স্টেট ব্যাংক অমৃত কলস স্কিম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চালু করেছে অমৃত কলস স্কিম। এই স্কিমটি ৪০০ দিনের জন্য। এটি সাধারণ নাগরিকদের জন্য সাধারণত প্রতি বছর ৭.১০ শতাংশ সুদের হার অফার করে। আর প্রবীণ নাগরিকরা এই স্কিম থেকে ৭.৬০ শতাংশ হারে সুদ পেতে পারেন। যদি আপনিও স্টেট ব্যাংকের এই স্কিমের টাকা বিনিয়োগ করতে চান, তবে অবশ্যই আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে প্রয়োজনীয় নথি পত্র জমা দিয়ে আবেদনপত্র ফিল আপ করে নিতে হবে। তারপর আপনি অমৃত কলস স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আবার লাভবান হতে পারবেন।
২) গ্রিন রুপি টার্ম ডিপোজিট স্কিম
স্টেট ব্যাঙ্ক পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য চালু করেছে একটি জনপ্রিয় স্কিম। যা হল SBI গ্রিন রুপি টার্ম ডিপোজিট৷ এটি ১১১১ বা ১৭৭৭ দিনের জন্য টাকা জমানোতে আগ্রহ থাকে। এখানে সুদের হার 6.65 শতাংশ এবং মোট ২২২২ দিনের জন্য এই স্কিম ৬.৪০ শতাংশ সুদের হার অফার করে। এখানে প্রবীণ নাগরিকরা আমানতের সময়কালের উপর নির্ভর করে ৭.৪০ শতাংশ পর্যন্ত উপার্জন করতে পারবেন। গ্রিন রুপি টার্ম ডিপোজিট স্কিমে বিনিয়োগের জন্য সময়সীমা নেই। আপনি নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই বিষয়ে আরও জানতে পারবেন।
৩) এসবিআই সর্বোত্তম স্কিম
এসবিআই চালু করেছে এক সর্বোত্তম স্কিম। যা কিনা সেই সকল বিনিয়োগকারীদের জন্য যারা প্রচুর পরিমাণে টাকা জমা করতে চান। নিয়মিত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি হার অফার করে। একজন গ্রাহক ২ বছরের মেয়াদের জন্য, এখানে টাকা রাখলে মোট সুদের হার পাবেন ৭.৪ শতাংশ এবং ১ বছরের জন্য, এটি দেয় ৭.১০ শতাংশ। শুধু তাই নয়, এই স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০ শতাংশ উপার্জন করতে পারবেন। তাই বুঝতেই পারছেন, এই প্রকল্পগুলি আপনার জন্য ভালো লভ্যাংশ পাওয়ার সুবিধা দেয়। এ প্রকল্পগুলিতে আপনি বিনিয়োগ করে দারুন লাভ পাবেন। তাই আর দেরি না করে চটপট নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেরে নিন।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery