কৃষক বন্ধু প্রকল্পে আবার টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনি কবে টাকা পাবেন? না পেলে কি করবেন, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mamata-banerjee-nabanna-government-of-west-bengal

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প (Government Scheme) হল কৃষক বন্ধু (Krishak Bandhu). পশ্চিমবঙ্গ সরকার প্রধানত রাজ্যের কিষানদের জন্য স্কিমটি চালু করেছেন। আর এই প্রকল্পে এবার শুরু হল উপভোক্তাদের টাকা পাঠানো। আপনিও যদি এই প্রকল্পের টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। এখান থেকে জেনে নিন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে তথ্য ও বিবরণ।

WB Krishak Bandhu Scheme

বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিয়েছে সরকার। ইতিমধ্যে রবি সিজনের জন্য টাকা পাঠানো চলছে। এই প্রকল্পের উপভোক্তারা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা কৃষক বন্ধু স্কিমে কৃষকরা যে রবি সিজনের টাকা পান, সেই টাকাই পাঠানো হবে আগামী দিনে। সরকারের তরফে টাকা পাঠানো ২২ শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে । কিন্তু অনেকে দাবি করছেন যে এখনো অনেকেই তাদের ব্যাংকে টাকা পাননি।

সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ধরে এই রাজ্যের প্রত্যেকটি জেলার ট্রেজারি থেকে পাঠানো হয়। এছাড়াও এবার মোট ১০৯ লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। একসঙ্গে এত সংখ্যক কৃষককে টাকা কোনভাবেই একদিন দুইদিনের মধ্যে দেওয়া সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে। তাই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

কৃষকবন্ধু প্রকল্পের টাকা রবি সিজনের টাকা পাঠানোর প্রক্রিয়া চলতি বছর ২০২৪ সালে ২১ শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে শুভ সূচনা করেছিলেন। আর ২২শে নভেম্বর থেকে ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে তারপর থেকে প্রতিদিনই কিছু না কিছু কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকছে। এমনকি নভেম্বরের ২৬ তারিখেও কৃষকদের অ্যাকাউন্টে
টাকা এসেছে।

Krishak Bandhu Payment Update

পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই ব্যাংক একাউন্টে অনেক কৃষক পেয়ে গিয়েছেন। তবে বর্তমান সিজনে মোট ১০৯ লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফে। কৃষকবন্ধু প্রকল্পের টাকা এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে ব্যাংক একাউন্টে ঢুকতে দু দিন, সাত দিন, পনেরো দিন মতো সময় লেগেছিল। আবার অনেকের ক্ষেত্রে তো বা তারও বেশি সময় লেগেছে। সুতরাং এখন এটাই বলার যে, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সঠিক সময় মতো টাকা ক্রেডিট হয়ে যাবে।

Krishak Bandhu Scheme Status Check

এখন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে কি করবেন? কৃষকবন্ধু প্রকল্পের বর্তমানে রবি সিজনে টাকা আপনি ব্যাংক একাউন্টে পাবেন কিনা, কবে পাবেন সেটি খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সময় আপনি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা দেখতে পান তাহলে বুঝবেন যে বর্তমানে আপনি যথা সময়ে আপনার ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন। তবে আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন