Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পারথ টেস্টের পরে ব্যক্তিগত কারণে কয়েক দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন গম্ভীর। আজ মঙ্গলবার অ্যাডিলেডে তিনি টিমের সঙ্গে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের ম্যাচে তিনি টিমের সঙ্গে ছিলেন না। সেই ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির জন্য হয় ৫০ ওভারের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
ক্যানবেরার ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন শুবমান গিল। ওপেন করেছেন রাহুল ও যশস্বী। চারে নেমে রান পাননি ক্যাপ্টেন রোহিত (৩)। অ্যাডিলেডের নেট দেখলে বোঝা যাবে, রোহিত মিডল অর্ডারে নেমে আসবেন কি না। কোচ গম্ভীর এসে পৌঁছনোর পরে বোঝা যাবে, ভারতের প্রথম এগারো কী হতে চলেছে। রোহিত ও শুবমান টিমে ঢুকবেন দেবদত্ত ও ধ্রুবের জায়গায়, এটা ধরেই নেওয়া যায়।
এ দিকে, পিঙ্ক বল নিয়ে মহম্মদ সিরাজ বলছেন, ‘আমার মনে হয়, পিঙ্ক বলে ব্যাক অফ দ্য লেংথ বোলিং করলে সুইং বেশি হওয়ার সম্ভাবনা। প্রথমে এখানে এসে আমি যে ভাবে বোলিং এনজয় করি, তা করতে পারছিলাম না। কিন্তু এখন নিজের বোলিং খুবই উপভোগ করছি।’ পারথে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট পেয়েছেন সিরাজ। যোগ করছেন, ‘আমি প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, বোলিং উপভোগ করতে। এখনকার বোলিং কোচ মর্নি আমাকে বলেছে, তুমি যোদ্ধা, তুমি অবশ্যই উইকেট আনবে। বোলিংটা উপভোগ করো।’
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery
সিরাজের মতে, পিঙ্ক বলে টিম যত প্র্যাক্টিস করবে, তত উপকৃত হবে। ‘এই বলগুলোর সিম শক্ত এবং বড়। যত আমরা প্র্যাক্টিস করব, তত লাভ হবে।’
রাতের দিকে পিঙ্ক বল বেশি সুইং করে বলে মনে করা হয়। সিরাজের কথায়, ‘আমি শুনেছি, ফ্লাডলাইটে বল খুব সুইং করবে। অ্যাডিলেডে বোলিং করলে সেটা বুঝতে পারব। পারথ টেস্টের আগে জস্সি ভাইয়ের (বুমরা) সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, একটা নির্দিষ্ট এরিয়ায় বল করতে। তাতেই লাভ হয়েছে। আমি সব সময়েই জস্সি ভাইয়ের সঙ্গে কথা বলি। ভীষণ উপকৃত হই।’
এ দিকে, বুমরার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি ট্র্যাভিস হেড। বলেছেন, ‘বুমরাকে খেলা সব সময় চ্যালেঞ্জিং। আমি জানি, আমার দিকে কী ধেয়ে আসবে। আমি আমার নাতি–নাতনিদের বলতে পারব, বুমরার মতো বোলারকে খেলেছিলাম। ওকে খেলাটা সব সময়েই কঠিন।’ পারথে দ্বিতীয় ইনিংসে ৮৯ করার পরে বুমরার অসামান্য একটা ডেলিভারিতে ফেরেন হেড। টপ অর্ডার ব্যাটাররা সবাই বুমরাকে খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন। তবু হেড বলছেন, ‘টপ অর্ডার ব্যাটারদের আমার কিছু বলার নেই। প্রত্যেকের নিজস্ব পদ্ধতি আছে। ওরা জানে, মাঠে গিয়ে কী করতে হবে। অ্যাডিলেডের চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’