হঠাৎ দেশের ২৮ বেসরকারি মেডিকেল কলেজে ইডির হানা, তল্লাশি লক্ষ্মণ শেঠের বাড়িতেও, কিন্তু কেন ?

By Bangla news dunia Desk

Published on:

ED-3

 

Bangla News Dunia, দীনেশ :- মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আট বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। ইডি সূত্রে জানা গিয়েছে, হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি এবং তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল ও ডেন্টাল কলেজে তল্লাশি শুরু হয়েছে।

আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি। এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে। এদিন গোটা দেশে ২৮টি বেসরকারি কলেজে হানা দিয়েছে ইডি।

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

এদিন সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলছে বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিকেল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিকেল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে। কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা টাকার বিনিময়ে এনআরআই কোটার মাধ্যমে অযোগ্যদের ভর্তি করিয়েছে।

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

Bangla news dunia Desk

মন্তব্য করুন