Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডে কামব্যাক করতে চলেছেন ইমরান খান, খবর মিলেছিল আগেই। ২০১৫ সালে শেষ তাঁরে দেখা গিয়েছিল বড় পর্দায়। শোনা যাচ্ছে, তিনি নেটফ্লিক্সের হাত ধরে অভিনয়ে ফিরবেন। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবির পরিচালক দানিশ আসলাম। এই পরিচালকের সঙ্গে ‘ব্রেক কে বাদ’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা। তবে সকলেরই একটা প্রশ্ন, ইমরানের বিপরীতে কাকে দেখা যাবে?
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery
সূত্রের খবর নেটফ্লিক্সের রোম্যান্টিক কমেডিতে ইমরানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ভূমি পেডনেকরকে। নতুন এই জুটি দেখার অপেক্ষায় সকলেই। তবে এও জানা যাচ্ছে যে এখনও অভিনেত্রী চুক্তিতে সই করেননি। যদি সত্যিই ভূমি নেটফ্লিক্সের এই প্রজেক্টে কাজ করতে রাজি হন, তাহলে ‘ভক্ষক’ ও আসন্ন ‘দ্য রয়্যালস’-এর পর এটি তাঁর ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তৃতীয় কাজ হবে।
ছবির চিত্রনাট্যের কাজ এখন শেষ পর্যায় রয়েছে বলে খবর। আগামী মাসেই ড্রাফ্ট পাওয়া যেতে পারে। খুব দ্রুত প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে এবং এর পর ২০২৫ সালের মার্চে শুটিং শুরু হতে পারে বলে খবর। ইমরানের অনুরাগীরা অপেক্ষায় তাঁকে ফের অভিনয়ে দেখার। এর আগে ডিজ়নি প্লাস হটস্টারের হাত ধরে কামব্যাক করার কথা ছিল ইমরানের। কিন্তু সেই প্রজেক্টটা বাতিল হয়ে যায়। এখন ১০ বছর পর নেটফ্লিক্সের হাত ধরেই ফ্যানেদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন তিনি, খবর এমনই।