Bangla News Dunia, দীনেশ :- ২০২৫-এর ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে গাজায় সমস্ত পণবন্দিদের ছাড়া না হলে পরিণাম হবে ভয়াবহ, এমনই হুঁশিয়ারি দিলেন তিনি। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘২০ জানুয়ারির মধ্যে পণবন্দিদের ছেড়ে না দিলে, ফল খুব খারাপ হবে।’ তিনি আরও লেখেন, ‘এই সময়ের মধ্যে না ছাড়া হলে যাঁরা মানুষকে পণবন্দি করে রেখেছেন, তাঁরা খুবই বড় বিপদের মধ্যে পড়বেন। এতটাই বড় বিপদ হবে সেটা তাদের চিন্তার বাইরে।’
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজার জঙ্গি সংগঠন হামাস। হামলায় মৃত্যু হয় ১ হাজার ২০৮ জন ইজরায়েলি নাগরিকের। হামলা চালানোর পাশাপাশি পণবন্দিও করা হয় বহু মানুষকে। ঘটনার দিন ২৫১ জন ইজরায়েলিকে পণবন্দি করে হামাস। যদিও তাঁদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। মাঝে কয়েকজনকে মুক্তি দিয়েছিল হামাস। তবে এখনও গাজায় ৯৭ জন পণবন্দি রয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। তাঁদের দ্রুত মুক্তির জন্য হামাসকে কড়া বার্তা দিলেন ট্রাম্প।
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন
আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!