মানুষের রোগের অদৃশ্য কারণ কি কি ? অসাধারণ ব্যাখ্যা হোমিওপ্যাথির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

5-home-remedies

Bangla News Dunia , Pallab : মায়াজম  হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান মতে, মায়াজম হল রোগের মূল কারণ এবং জীবাণু গুলো হল উত্তেজক কারণ। যে সকল প্রাকৃতিক অদৃশ্য কারণসমূহ হইতে রোগ উৎপত্তি হয়, সে সকল কারণ সমূহকে মায়াজম বলে।

🌷মায়াজম ৪ প্রকার।

🍁সোরা
🍁️সিফিলিস
🍁️সাইকোসিস
🍁️টিউবারকুলার

★★সোরার লক্ষণ :

🔥সর্বদা ভীতিপূর্ণ, পরিপূর্ণ, অবসাদগ্রস্ত, শ্রমবিমুখ।
🔥মেজাজ খিটখিটে সামান্য মতের অমিল হলে ক্ষিপ্ত হয়।
🔥স্বার্থপরতা কিন্তু নাটকীয় উদারতা দেখায়।
🔥অস্বাভাবিক ক্ষুধা, খেলে আবার ক্ষুধা লেগে যায়।
🔥অসম্ভব চুলকানি, চুলকানোর পর জ্বালা।
🔥️হাত পায়ের তলা জ্বলে।
🔥️দেহের বর্জ নির্গমন পথগুলি লাল বর্ণের।
🔥যে কোন স্রাব নির্গমনে আরাম বোধ।
🔥দাঁতে, মাড়ীতে ময়লা জমে।
🔥কেবলই শুয়ে থাকতে চায়।
🔥নোংরামি পছন্দ।
🔥স্নয়ুকেন্দ্রে প্রবল বিস্তার করে কিন্তু যান্ত্রিক পরিবর্তন ঘটে না।
🔥যে কোন সময় রোগাক্রমন বা বৃদ্ধি ।
🔥চোখে নানা রং দেখে ও দৃষ্টিভ্রম হয়।

★★ সিফিলিসের লক্ষণ :

🔥️আত্নহত্যা করার ইচ্ছা।
🔥নৈরাশ্য, হঠকারিতা, মূর্খতা, বিতৃষ্ণা।
🔥স্মরণশক্তি ও ধারণশক্তি হ্রাস।
🔥মানসিক জড়তায় কথা কম বলে।
🔥মাংসে অরুচি কিন্তু দুগ্ধ খাইবার ইচ্ছা।
🔥অগ্নিকান্ড, হত্যাকান্ডের স্বপ্ন দেখে।
🔥সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত বৃদ্ধি।
🔥 জিহ্বা মোটা ও দাঁতের ছাপযুক্ত।
🔥️চুলকানীবিহীন চর্মরোগ।
🔥️বিকলঙ্গতা।
🔥অস্থির ক্ষয়প্রাপ্তি।
🔥স্রাবের প্রচুরতা, দুর্গন্ধতা এবং স্রাব নিসরনে রোগ বৃদ্ধি।
🔥দুষ্টজাতীয় ফোঁড়া।
🔥অতিরিক্ত গরম-ঠান্ডা অসহ্য।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

★★সাইকোসিসের লক্ষণ :

🔥️ডাক্তারের কাছে লক্ষণ বলতে গিয়ে দেখে আশেপাশে কেউ আছে কিনা।
🔥ডাক্তার ঔষধ দিয়েছে! সে আবার খোঁজাখুঁজি করে। কারণ ডাক্তার লক্ষণ গুলো পুরাপুররি শুনল কিনা। আবার জিজ্ঞাস করে কোন ঔষধ কিসের জন্য দিয়েছে।
🔥পড়ালেখা করতে গেলেও সন্দেহ । একলাইন লেখে তো বারবার কাটাকাটি করে। চিন্তা করে এই শব্দের বদলে ঐশব্দ যোগ করি।
🔥ঘর থেকে বের হবে দেখবে সব ঠিকঠাক মত আছে তো?
🔥হিসাব করতে যাবে ব্যবসা অথবা চাকুরিতে সেখানেও সমস্যা, সন্দেহ আর ভূলে যাওয়া।
🔥মনেও সন্দেহ! রাতে এই বুঝি কেউ পিছনে পিছনে আসছে; আশেপাশে কেউ আছে।
🔥️বাজার করতে যাবে সেখানেও সমস্যা এই বুঝি দোকানদার আমাকে ঠকিয়ে বেশি নিল । আমি বাজার করেছি কেউ দেখে ফললো না তো।
🔥এই ডাক্তার আমার রোগ বুঝবে কি বুঝবেনা, আমার রোগ সারাবে কি সারাবে না সন্দেহ। আরো ২-৩ জন ডাক্তার একাত্রিত হলে ভাল হতো।
🔥মনটি রোগের উপর পড়ে থাকে । সব সময় রোগের কথা বলে ।
🔥️রোগ সূর্যোদয় হতে সূর্যান্ত পর্যন্ত বৃদ্ধি ।
🔥️আঁচিল, টিউমার মাংস বৃদ্ধি, অন্ডকোষ প্রদাহ এর নিদর্শক।
🔥অস্বাভাবিক গঠন। যেমন- হাত পায়ের আঙ্গুল বেশী বা কম।
🔥ঝড়-বৃষ্টির পূর্বে বা সময় ঘনঘন মূত্র ত্যাগ।।

★★ টিউবারকুলিনামের লক্ষণ :

🔥️চিকিৎসাধীন অবস্থায়ও রোগী একই লক্ষণ ঘুরে ফিরে আসে।
🔥একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
🔥যে খাবারে বৃদ্ধি সেই খাবারেই আকাঙ্খা।
🔥বিনা কারণে ঠান্ডা-সর্দ্দি লাগে।
🔥যথেষ্ট পানাহার সত্বেও দুর্বলতা, শুষ্কতা শীর্ণতা প্রাপ্ত হয়।
🔥কুকুর ভীতি বিদ্যমান।
🔥উদাসীনতা ও চিন্তাশূন্যতা।
🔥ক্রোধপরায়ণ, অসন্তুষ্ট, চঞ্চল, পরিবর্তনশীল মেজাজ।
🔥কামোত্ততার জন্য যে কোন উপায়ে শুক্রক্ষয় করে । #End

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন