Bangla News Dunia , Pallab : বাংলাদেশে হিন্দুহত্যা না থামালে এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিলভারত হিন্দু মহাসভার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে চিকিৎসা পরিষেবা দেওয়া তো দূরের কথা, এমনকী হোটেলে গেলে তাঁদের খাবার না দেওয়া ও তাঁদের কোনও জিনিস বিক্রি না করার বার্তা দেওয়া হয়েছে অখিলভারত হিন্দু মহাসভার তরফে।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
বস্তুত, উন্নতমানের চিকিৎসার জন্য এ রাজ্যের আসেন বাংলাদেশি নাগরিকরা। তবে পড়শি দেশে অস্থিরতার জন্য তৈরি হয়েছে সমস্যা। কয়েকদিন আগে, ভারতের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ ওঠে সে দেশে। তারপর শহরের এক বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নেয় বাংলাদেশিদের বয়কটের।
রবিবার অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এই প্রেক্ষিতেই বাংলাদেশিদের বয়কটের ডাক দেন। #Short News