Bangla News Dunia , Pallab : অবশেষে মহারাষ্ট্রের মহাজট কাটতে চলেছে! বিজেপির ফর্মুলা মেনে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন একনাথ শিণ্ডে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। শোনা যাচ্ছে, মন্ত্রিসভার বণ্টন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। শুধু শপথের অপেক্ষা।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
দিল্লিতে অমিত শাহের সঙ্গে মহাজুটির তিন বড় নেতার বৈঠকের পর মনে হচ্ছিল, এই বুঝি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সাসপেন্স কাটতে চলেছে। হয়তো বিজেপির দেওয়া উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হয়ে যাবেন অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে। সেইমতো মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণও একপ্রকার নিশ্চিত করে ফেলা হয়েছিল। কিন্তু হঠাৎ সবটা ভেস্তে দিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে যান শিণ্ডে। বিজেপি তাঁকে উপমুখ্যমন্ত্রী হওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তাতে রাজি ছিলেন না শিণ্ডে সেনার প্রধান।
গ্রামের বাড়িতে গিয়ে বসে থাকা শিণ্ডের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিজেপি নেতারা। তাঁকে বিকল্প ফর্মুলার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে গড়িমসি করলেও শেষে সেই প্রস্তাবে শিণ্ডে রাজি হয়েছেন বলে সূত্রের খবর #Short News