Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২১শে বাংলায় পরিবর্তন আসবেই । আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কোমর বেঁধে নেমেছে বংগো বিজেপি। আর তার জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্যত হুঙ্কার দিয়েই বললেন, আগামী বিধানসভায় বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। উনি এও বলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই ক্ষমতায় আসবে। এদিন তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। তার ফলে রাষ্ট্রপতি শাসনের বিষয় নিয়েও জল্পনা সামনে আসছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আরো বলেন, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের রিপোর্ট আর সংবিধানের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হবে। উনি বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এমনকি সেখানে ভারত সরকার দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এরজন্য ভারতীয় সংবিধান আর রাজ্যপাল জগদীপ ধনখড়ের রিপোর্টে পরামর্শ করার জরুরী মনে করছি। আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখা হবে।
আরো পড়ুন :- এবার আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা ! বিতর্কিত মন্তব্য ওয়েসির
অমিত শাহ-এর এই মন্তব্যের পর বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব এবং বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়োর তরফ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি করার পর এসেছে। অমিত শাহ বলেন, রাজনৈতিক নেতা হিসাবে এই বিষয়ে তাদের অবস্থানটি যৌক্তিকভাবে সঠিক। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। তাই কঠিন সিদ্ধান্ত নেয়ার কথা বিশেষ করে ভাবা হচ্ছে।
Highlights
1. ২১শে বাংলায় পরিবর্তন আসবেই
2. তাই কঠিন সিদ্ধান্ত নেয়ার কথা বিশেষ করে ভাবা হচ্ছে
#BJP #BENGAL