Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিহারের কুর্সিতে নীতীশ-বিজেপি জোট ! ১৫ বছরের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সত্ত্বেও বিহারের ভোটে এবারও নীতীশ কুমার-বিজেপির এনডিএ জোটই ক্ষমতার আসতে চলেছে বলে আভাস ওপিনিয়ন পোলে। বিরোধীদের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিলেও তা নিয়েও কটাক্ষ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু করোনা, উন্নয়ন-সহ একাধিক ইস্যুতে সমালোচনার মুখে পড়লেও ওপিনিয়ন পোল বলছে, ভোট কমলেও বিহারে ফের ক্ষমতায় এনডিএ।
প্রসঙ্গত লোকনীতি ও সিএসডিএস-এর যৌথ সমীক্ষা রিপোর্ট বলছে, এবার এনডিএ ভোট পেতে পারে ৩৮ শতাংশ। এর আগে ২০১৫ সালের বিধানসভা ভোটে এই এনডিএ জোটই পেয়েছিল ৪৩ শতাংশ। অপরদিকে, মহা জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট তারা ২০১৫ সালের ভোটে পেয়েছিল ২৯ শতাংশ ভোটে। আবার এলজিপি এবার পেতে পারে ৬ শতাংশ, ২০১৫ সালের তুলনায় তাঁদের ভোট বাড়তে পারে ১ শতাংশ। তবে, কমতে পারে অন্যান্যদের ভোট। ২০১৫ সালে তাদের ভোটের পরিমান ছিল ১৯ শতাংশ, এবার তাঁরা পেতে পারে ১৭ শতাংশ ভোট।
আরো পড়ুন :- বিস্কুট, কেক, ক্যাপসিকাম, আঙুর নানা প্রতীকে মোড়া বিহারের ভোট !
গত লোকসভা নির্বাচন মূলত পুলওয়ামা আর জাতীয়তাবোধকে সামনে রেখেই লড়েছে পদ্ম শিবির। সেই পথে হেঁটে বিহারের ভোটেও উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করছে তারা। প্রসঙ্গত, আগের বারে কংগ্রেস-আরজেডির সঙ্গে মহাজোটে থেকে ভোটে জিতেছিলেন নীতীশ। পরে জোট ছেডে় বিজেপির হাত ধরেন তিনি। কিন্তু ওপিনিয়ন পোল বলছে আরজেডি-কংগ্রেস জোট নয়, আবারও ক্ষমতার বসছে এনডিএ।
Highlights
1. বিহারের কুর্সিতে নীতীশ-বিজেপি জোট !
2. বিহারের ভোটেও উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করছে
#VOTE #BIHAR