কো-ভ্যাকসিনকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কো-ভ্যাকসিনকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র ! আশার আলো দেশের আকাশে। কোভ্যাকসিন টিকার তৃতীয় দফার পরীক্ষা চালানোর অনুমতি পেল ভারত বায়োটেক সংস্থা । ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর সহযোগিতায় এই টিকা তৈরি করছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক। টিকা প্রস্তুতকারক সংস্থা তাদের করোনা টিকার তৃতীয় দফা ট্রায়ালের জন্য অনুমতি চেয়ে গত ২ অক্টোবর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছিল।

vaccine

সেই আবেদনপত্রে ভারত বায়োটেক বলেছে, ১৮ বছরের বেশি বয়সি সাড়ে ২৮ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে তাদের তৃতীয় দফার পরীক্ষা চলবে। ১০টি রাজ্যের ১৯টি জায়গায় এই পরীক্ষা চালানো হবে। ওই সব জায়গার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, পটনা, লখনউয়ের মতো শহর। কোভ্যাকসিন ছাড়াও জাইডাস ক্যাডিলা লিমিটেডও  একটি করোনার টিকা তৈরি করছে। সেই টিকা দ্বিতীয় দফার ট্রায়ালে রয়েছে। অ্যাস্ট্রাজেনেকার  সঙ্গে হাত মিলিয়ে পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা টিকা তৈরি করছে। ভারতে তারও দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষা চলছে।

আরো পড়ুন :- ২০২২ সালের আগে ভ্যাকসিন পাবেন না তরুণরা ? কি বলছে WHO

আগামী দিনে কার্যকরী টিকা কত দিনে আসে সেটা দেখার। ভারত বায়োটেক এক বিশেষ পরীক্ষাতে প্রাণীর উপরে তাদের টিকার পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে তাদের তৈরি টিকা। অর্থাৎ নতুন বছরের শুরুতে দেশের মানুষ যে টিকা পাবে এটা আগেই জানা গেছে।

Highlights

1. কো-ভ্যাকসিনকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র ! 

2. নতুন বছরের শুরুতে দেশের মানুষ যে টিকা পাবে এটা আগেই জানা গেছে

#কো-ভ্যাকসিন #Covid

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন