এলিয়েন আতঙ্কে কেঁপে উঠল ব্রিটেন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এলিয়েন আতঙ্কে কেঁপে উঠল ব্রিটেন ! গ্রেট ব্রিটেনের কোভেন্ট্রি শহরে রহস্য জনক মহাজাগতিক এলিয়েন হানা নিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়াও শুধু তাই নয়, ওই শহর দেওয়া যাওয়া সমস্ত বিমানের রুট বদলে দেওয়া হয়েছে। এরপর ইন্টারনেটে কোভেন্ট্রি শহরের আকাশে দেখা রহস্যময়ি UFO বা মহাজাগতিক এলিয়েন জাহাজ নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়।

new planet

কোভেন্ট্রি শহরে, দ্রুত চলমান সবুজ-নীল আলো এবং পৃথিবীর সাথে এর সংযোগের কারণে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, তবে এটি একটি শক্তিশালী লেজার লাইটের পরীক্ষণ ছিল মাত্র। পরে জানা যায় কোয়ান্ট লেজার্স কোম্পানি এই লেজারের পরীক্ষণ করছিল। আর এর জন্য আগেই প্রশাসনকেও সতর্ক করা হয়েছিল। যদিও সাধারণ মানুষ ঘটনাটি না জেনে আতঙ্কের মধ্যে পড়ে যায়। আর ইন্টারনেটে এলিয়েন নিয়ে চরম গুজব ছড়িয়ে পড়ে।

কোয়ান্ট লেজারস পরীক্ষক সংস্থার এই পরীক্ষায় সবুজ এবং নীল লেজার লাইটগুলি আকাশের দিকে দ্রুত বাড়তে দেখা গেছে। বিশ মাইল দূর থেকেও এই দৃশ্যটি দৃশ্যমান ছিল। এরপর এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়ান যে, শহরে এলিয়েন অ্যাটাক হয়ে গিয়েছে যারা পৃথিবীর সাথে সম্পর্ক স্থাপনের জন্য এধরণের লাইট ব্যবহার করছে।

আরো পড়ুন :- চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদী সরকারের ! জারি নতুন নিষেধাজ্ঞা

এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কোভেন্ট্রি সিটির আকাশে সবুজ আলো দেখা দিচ্ছে, এটা UFO নিয়ে এলিয়েনের অ্যাটাক নয় তো ? এরকম ভাবেই অন্যান্যরা এই আলো নিয়ে আশঙ্কা জাহির করে আর গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে।

Highlights

1. এলিয়েন আতঙ্কে কেঁপে উঠল ব্রিটেন !

2. গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে

#UFO #ALIEN

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন