চাঁদের মাটিতে জলের হদিস ! মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চাঁদের মাটিতে জলের হদিস !  বড় সড় ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রসঙ্গত এর আগে চাঁদে হাইড্রোজেনের অস্তিত্বের খোঁজ পাওয়া গেলেও চাঁদের মাটিতে জলের কোনো অস্তিত্ব মেলেনি। কিন্তু এবার চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে জল পাওয়ার খবর টুইটার একাউন্ট থেকে পোস্ট করে সারা দুনিয়াকে চমকে দিল নাসা। ক্লেভিয়াস ক্রেটারে জলের অনু এর সন্ধান পাওয়া গিয়েছে। উলেখ্য চাঁদের দক্ষিণ গোলার্ধের ক্লেভিয়াস ক্রেটার অন্যতম একটি বৃহৎ দৃশ্যমান গহ্বর।

super moon

নাসা-র স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনোমি চাঁদে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এক্ষেত্রে চন্দ্র পৃষ্ঠে বিশেষ ভাবে জলের খোঁজ নিঃসন্দেহে এখনো অবধি মহাকাশ গবেষণার অন্যতম সেরা একটি সাফল্য বলে মনে করা হচ্ছে। এই আবিস্কার এর ফলে চাঁদে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিল। প্রসঙ্গত ২০২৪ সালের মধ্যেই একজন পুরুষ ও একজন নারী চাঁদের মাটিতে ফের পা রাখবেন।

আরো পড়ুন :- মানব দেহে নয়া অঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ! বিস্তারিত পড়ুন

নাসার তৈরি আরিয়ান মহাকাশ যানে করে তারা পা রাখবেন চাঁদের দক্ষিণ মেরুতে। এই বিশেষ অভিযানের জন্য মোট খরচ পড়বে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র মারফত আরো জানা যাচ্ছে, ১৬ কোটি ডলার খরচ করে তৈরি হবে লুনার ল্যান্ডিং মডিউল। আগামী বছর নভেম্বর মাসেই প্রথম পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপিত হবে ওরিয়ান যান। তবে এই পরীক্ষামূলক উৎক্ষেপণে কোনো মানুষ অংশগ্রহণ করবেন না।

Highlights

1. চাঁদের মাটিতে জলের হদিস !

2. ২০২৪ সালের মধ্যেই একজন পুরুষ ও একজন নারী চাঁদের মাটিতে ফের পা রাখবেন

#Moon #Water

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন