Bangla News Dunia , Pallab : আমাদের দেশের অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থ অন্তরায় হয়ে দাঁড়ায়। অর্থের অভাবে মাঝপথে স্কুল ছুট মতো সমস্যা দেখা দেয়। তাই ভারত সরকার শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন সময় একাধিক স্কলারশিপ প্রোগ্রাম সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হল দীনদয়াল স্পর্শ যোজনার। দীনদয়াল স্পর্শ যোজনা (Deen Dayal SPARSH Yojana) হলো ভারত সরকারের ডাক বিভাগ (Department of Posts) দ্বারা পরিচালিত একটি বিশেষ স্কলারশিপ প্রকল্প। এটি মূলত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে ডাক টিকিট সংগ্রহের (Philately) প্রতি আগ্রহ বাড়ানোর জন্য চালু করা হয়েছে।
এই স্কলারশিপ আওতায় প্রতিবছর ৬০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে পড়ুয়াদের। ইতিমধ্যে দেশের বহু ছাত্র-ছাত্রী স্কলারশিপের সুবিধা পেয়েছেন। তাই আপনি অথবা আপনার পরিবারে কেউ স্কলারশিপের এই সুবিধা নিতে চাইলে অতিসত্বর আবেদন করুন। নিম্নে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত এই স্কলারশিপ সমন্ধিত বিস্তারিত তথ্য যেমন- স্কলারশিপের কি কি সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
প্রকল্পের মূল উদ্দেশ্য:
দীনদয়াল স্পর্শ স্কলারশিপ ভারত সরকার নিম্নলিখিত উদ্দেশ্যে চালু করেছেন, যথা-
- এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ফিলাটেলি (ডাক টিকিট সংগ্রহ) আগ্রহ এবং চর্চা বাড়ানো।
- শিশুদের মাঝে সৃষ্টিশীলতা এবং গবেষণার মানসিকতা বিকাশ ঘটানো।
- ট্যালেন্টেড ছাত্রছাত্রীদের মধ্যে এই চর্চা চালিয়ে যেতে সাহায্য করা।
স্কলারশিপের সুবিধা:
১. দীনদয়াল স্পর্শ স্কলারশিপ মাধ্যমে প্রতি বছর ৬৭৬ জন ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
২. প্রতি শ্রেণি (VI থেকে IX) থেকে প্রতিটি ডাক বিভাগীয় সার্কেল থেকে ৪০ জন ছাত্রছাত্রী বেছে নিয়ে এই স্কলারশিপ প্রদান করা হয়।
৩. প্রতি ছাত্রছাত্রী বছরে ৬,০০০ টাকা (প্রতি তিন মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের
আবেদন যোগ্যতা:
ভারত সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত দীনদয়াল স্পর্শ স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন।
১. আবেদনকারী ছাত্র-ছাত্রীরা শ্রেণি VI থেকে IX পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীকে ফিলাটেলি ক্লাবের সদস্য ছাত্রকে স্কুল বা ফিলাটেলি ক্লাবের সদস্য হতে হবে। যদি স্কুলে ফিলাটেলি ক্লাব না থাকে, তবে ডাকে প্রদত্ত ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
৩.শেষ পরীক্ষায় আবেদনকারীকে নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC ও ST শ্রেণীর প্রার্থীরা ৫% ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
আগ্রহী ছাত্রছাত্রীদের আবেদনের জন্য ডাক বিভাগের স্থানীয় অফিস বা সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করতে হবে । ফর্মে উল্লেখিত আবেদন কারির নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্য প্রদান করে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি (শিক্ষাগত যোগ্যতা, ফিলাটেলি ক্লাব সদস্যপদ) জমা দিতে হবে। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের বাছায়ের জন্য একটি ফিলাটেলি-সংক্রান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে।
দীনদয়াল স্পর্শ স্কলারশিপ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিকটস্থ ডাকঘরে যোগাযোগ করুন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে বিস্তারিত দেখে নিতে পারবেন। #End