‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- রবিবার লন্ডনে আয়োজিত আওয়ামি লিগের সভায় ভার্চুয়াল বক্তৃতা দিলেন শেখ হাসিনা। জানালেন ফ্যাসিবাদী, গণহত্যাকারী ইউনুসের বিচার হবে। এদিন লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামি লিগ। সেখানেই প্রধান বক্তা হিসাবে ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন, “বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামি লিগ। আমার অপরাধ, আমি সাধারণ মানষের উন্নতির জন্য কাজ করেছি। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনুসের বিচার হবেই। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে।”

আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..

আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস

তিনি আরও বলেন,“ জঙ্গি, দুষ্কৃতী, অপরাধীদের জেলমুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী। অন্যদিকে ৩০ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি, তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র।” এদিন তাঁর বক্তৃতার মাঝেই ‘জয় বাংলা’ স্লোগান’ তোলেন উপস্থিত আওয়ামি লিগের সমর্থকরা। ইউনুসের ফাঁসির দাবিতেও এদিন স্লোগান তোলেন তাঁরা।

আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন