আত্মসম্মানের জন্য ধর্ষিতার আত্মহত্যা করা উচিত ! কুরুচিকর মন্তব্য কংগ্রেস নেতার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আত্মসম্মানের জন্য ধর্ষিতার আত্মহত্যা করা উচিত ! কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন ধর্ষিতা মহিলাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে বসলেন। UDF এর বিশ্বাসঘাতক দিবসে একটি বিরোধ বৈঠকে বক্তব্য পেশ করার সময় কংগ্রেস নেতা মুল্লাপল্লী রামচন্দ্রন বলেন, আত্মসম্মানের জন্য মহিলারা ধর্ষণের পর তৎক্ষণাৎ নিজের জীবন দিয়ে দেবে। তার এই কুরুচিকর বক্তব্যের পর নিন্দা  নানা মহলে।

নানা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন এই দিন সোলার দুর্নীতিতে অভিযুক্তের কথা উল্লেখ করে বলেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক সেক্স ওয়ার্কারের আড়ালে বাঁচতে পারবেন না। কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন বলেন, যখন রাজ্য সরকার বাঁচাতে চাইছে তখন পিনারাইকে এটা ভাবা উচিৎ না যে একজন সেক্স ওয়ার্কারকে আগে এনে উনি বাঁচতে পারবেন না।

কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন এই বিতর্কিত বয়ান সোলার দুর্নীতিতে যুক্ত এক মহিলাকে নিয়ে দিয়েছেন। ওই মহিলা সম্প্রতি এক কংগ্রেসের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। যদিও বিতর্কিত বয়ান দেওয়ার পর কংগ্রেসের নেতা ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেন, আমার এই বয়ানে যদি কেউ আঘাত পান, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

আরো পড়ুন :- অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের

কিন্তু এই বক্তব্যকে হাতিয়ার করে ময়দান এ নেমেছে শাসক এল ডি এফ ও বিজেপি। কংগ্রেস নেতাকে ঝাজালো আক্রমণ করেছেন তারা।

Highlights

1. আত্মসম্মানের জন্য ধর্ষিতার আত্মহত্যা করা উচিত ! 

2. কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন এই বিতর্কিত বয়ান সোলার দুর্নীতিতে যুক্ত এক মহিলাকে নিয়ে দিয়েছেন

#UDF #BJP #LDF #KERALA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন