Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- উত্তরপ্রদেশে বড় জয় বিজেপির ! রাজ্যসভা ভোটের ফল ঘোষণা হয়ে গিয়েছে। উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টি ৮ টি আর সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি ১ করে আসনে জয়লাভ করেছে। বিজেপির থেকে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং, ব্রিজ লাল, নীরজ শেখর, হরিদ্বার দুবে, গীতা শাখ্য, বি এল বর্মা ও সীমা দ্বিবেদী রাজ্যসভা আসনে জয়লাভ করেছেন। অন্য দিকে সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ও বহুজন সমাজ পার্টির প্রার্থী রামজী গৌতম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
প্রসঙ্গত এই ক্ষেত্রে রাজ্যসভার এই ১০ জন সাংসদের কার্যকাল ২৫ নভেম্বর সম্পূর্ণ হয়েছে। সেই ১০ টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির ৩ , সমাজবাদী পার্টির ৪, বহুজন সমাজ পার্টির ২ আর কংগ্রেসের ১ আসন ছিল। রাজ্যসভার নির্বাচনে ৯ জন বিজেপির প্রার্থী জেতার পরিস্থিতিতে ছিল। কিন্তু শুধু বিজেপির শুধুমাত্র ৮ জন প্রার্থী দাঁড় করিয়েছিল আর একটি আসন ছেড়ে দিয়েছিল। বিজেপির এই সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টি এক্ষেত্রে বহুজন সমাজ পার্টির সাথে বিজেপির আঁতাত বলে আখ্যা দিয়েছিল।
আরো পড়ুন :- আত্মসম্মানের জন্য ধর্ষিতার আত্মহত্যা করা উচিত ! কুরুচিকর মন্তব্য কংগ্রেস নেতার
এই জয়ের ফলে রাজ্যসভাতে আরো শক্তি বাড়লো বিজেপির। আগামী দিনে নানা বিল পাস করানোর জন্য রাজ্যসভাতে কিছুটা সুবিধা হলো বিজেপির।
Highlights
1. উত্তরপ্রদেশে বড় জয় বিজেপির !
2. আগামী দিনে নানা বিল পাস করানোর জন্য রাজ্যসভাতে কিছুটা সুবিধা হলো বিজেপির
#BJP #RAJYASABHA