বাংলায় বাড়ছে বিজেপির গ্রহণযোগ্যতা ! উঠে আসছে নানা সমীক্ষা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাংলায় বাড়ছে বিজেপির গ্রহণযোগ্যতা ! কিছু অন্তরীণ সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনতার মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকটাই আর তাই আগামী বিধানসভার আগে শাসক দল তৃণমূলের বিকল্প হিসেবে উঠে আসছে গেরুয়া শিবির। কিন্তু কিছু ক্ষেত্রে তাদের দলের সাংগঠনিক সমস্যাগুলি সমাধান করা অত্যন্ত জরুরী। তাই বিজেপি আগামী বছর হতে চলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলকে ক্ষমতা থেকে সরাতে কোমর বেঁধে মাঠে নেমেছে।

bjp , amit saha , modi

উলেখ্য বিজেপি আলাদা-আলাদা দুটি সমীক্ষক সংস্থাকে দিয়ে রাজ্যের ৭৮ হাজার বুথে জনতার মনের কথা জানার জন্য সমীক্ষা করিয়েছে। প্রথম দুটি সমীক্ষা ২০১৯ এর শেষে আর চলতি বছরের জুলাই মাসে হয়েছে।  দুটি সমীক্ষার রিপোর্ট দলের শীর্ষ নেতাদের সামনে পেশ করা হয়েছে। আগামী বছরে হতে চলা বিধানসভা নির্বাচনে দলের জন্য এই সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক ক্ষেত্রেও বেশ কিছু বদল আনতে পারবে তারা।

আরো পড়ুন :- উত্তরপ্রদেশে বড় জয় বিজেপির ! বিস্তারিত পড়ুন

এই বছরের সমীক্ষায় পাওয়া গেছে আমফান ঘূর্ণিঝড়ের পর তৃণমূল কংগ্রেসের নিচু থেকে উপরের স্তরে লাগাতার দুর্নীতির অভিযোগ পরিস্থিতিতে বদল এনেছে। তাই দিন দিন হাওয়া বিজেপির পক্ষে উঠেছে। গত বছর হওয়ার লোকসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর এই রাজ্যের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সাফল্য পেতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে সমীক্ষা করার জন্য এজেন্সিকে নিযুক্ত করেছে তা হাতে গোনা কয়েকজন নেতাই জানেন। বিজেপি ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগেও ঠিক এমন সমীক্ষা করিয়েছিল।

Highlights

1. বাংলায় বাড়ছে বিজেপির গ্রহণযোগ্যতা !

2. বিজেপি ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগেও ঠিক এমন সমীক্ষা করিয়েছিল

#BJP #BENGAL

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন