Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাঁদকে নানারূপে বছরের বিভিন্ন সময়ে পাওয়া যায়। কখনও তার লাল রূপ। কখনও সে অতি উজ্জ্বল। কখনও নীল রং না ধরলেও বিশেষ কারণে তার নাম ব্লু মুন। এভাবে চাঁদ সারাবছরে নানা রূপে নানা নামে ধরা দেয় মানুষের কাছে।
এবার চাঁদ ধরা দিতে চলেছে ফ্রস্ট মুন বা বরফ চাঁদ হয়ে। রাতের আকাশে এই চাঁদকে দেখা যাবে খালি চোখেই। সারা বিশ্বের সব প্রান্ত থেকেই ধরা দেবে এই চাঁদ। ফলে সঠিক দিনে সন্ধে নামলে আকাশের দিকে মাথা তুলে চাইলেই চোখে পড়বে বরফ চাঁদ।
এই বরফ চাঁদকে অনেকে বলেন কোল্ড মুন অর্থাৎ ঠান্ডা চাঁদ। আবার অনেকে ডাকেন উইন্টার মুন বা শীতের চাঁদ বলে। ভারতে একে বলা হয় কার্তিকাদীপম উৎসব। যদিও এবার কার্তিকাদীপম উৎসব পালিত হবে ১৩ ডিসেম্বর, আকাশে বরফ চাঁদের দেখা মিলবে ১৫ ডিসেম্বর।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
ওইদিন পূর্ণিমা। এই পূর্ণিমার চাঁদ বরফ চাঁদ বলেই খ্যাত। এটা একটা নাম। চাঁদের চেহারা বা উজ্জ্বলতায় তেমন কিছু আলাদাভাবে নজর কাড়বে না। তবে পূর্ণিমার চাঁদ শীতের রাতে পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে একটু অন্যরকম লাগতেই পারে।
আসলে শীতকালের দরজায় বলেই এই সময়ের পূর্ণিমার চাঁদকে বরফ চাঁদ বা ঠান্ডা চাঁদ বলা হয়। এই চাঁদকে আবার চাইল্ড মুন বা শিশুদের চাঁদও বলা হয়।
নাসার এক প্রাক্তন কর্মী তাঁর মেয়েকে নিয়ে ফিরছিলেন। তখনই আকাশে এই পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায়। ছোট্ট মেয়েটি তা দেখে বাবাকে বলে এই চাঁদটার নাম কি জানো? একে বলে চাইল্ড মুন।
কারণ এই চাঁদটা এমন সময় ওঠে যখন ছোটরাও জেগে আকাশ দেখতে পারে বা বাড়ির বাইরে থাকে। তখনও তাদের শোওয়ার সময় হয়না। তার আগেই তারা এই চাঁদকে দেখতে পায় বলে একে বলে শিশুদের চাঁদ।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024