Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বুধবার থেকে শুরু ট্রেনে ভ্রমণ ! আগে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সকালে ও বিকেলে কিছু লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনা নিয়েছিল রাজ্য সরকার। অবশেষে নবান্নে বৈঠকে বসে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। প্রথমে ঠিক ছিল চালানো হতে পারে ২৫% লোকাল ট্রেন। কিন্তু ভিড়ের কথা ভেবে আগামী ১১ই নভেম্বর থেকে এবার ৪৫ শতাংশ ট্রেন চালানো হবে। সব কিছুই আগের মতো করার চেষ্টা চলছে। তবে সতর্ক হতে হবে আপনাকেও।
তাই যা যা ট্রেনে চড়ার আগে মনে রাখুন —–
১. রেলের তরফে প্রতি মুহূর্তের যে আপডেট দেওয়া হয় তা নজরে রাখুন। সঠিক সময় মেনে চলুন।
২. টিকিট আগে থেকে কেটে রাখুন ফোনে পারলে প্রিন্ট করে রাখুন। এতে অনেক ঝক্কিও কমবে, সেই সঙ্গে সময়ও বাঁচবে।
৩. দূরের ট্রেনে এখন খাবারের ব্যবস্থা নেই। তাই প্রয়োজনীয় খাবার জল সঙ্গে রাখুন।
৪. হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে স্যানিটাইজার অবশ্যই সঙ্গে রাখুন। ট্রেনের সিট থেকে জানালা সবই বারবার স্প্রে করুন ।
আরো পড়ুন :- জরুরি গ্যাস-বিদ্যুৎ খরচে রাশ টানুন ! রইল কিছু টিপস
৫. মুখে মাস্ক ও ফেসশিল্ড অবশ্যই রাখবেন। হ্যান্ড গালভস সঙ্গে রাখবেন। বার বার হাত ধুয়ে নেবেন।
৬. বারবার মুখে হাত দেবেন না। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। মাঝে মধ্যেই স্প্রে করে নেবেন।
৭. ৬ ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
৮. সতর্কতা রাখতে রাস্তার খাবার কিনে খাবেন না। এমনকী জল, ফলের রস, চা এসবও না।
সব দিক ঠিক রেখে তবেই ট্রেনে চাপবেন।
Highlights
1. বুধবার থেকে শুরু ট্রেনে ভ্রমণ !
2. সব দিক ঠিক রেখে তবেই ট্রেনে চাপবেন
#Train #Covid 19