রেডি রাখুন লেপ-কম্বল, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : ডিসেম্বর মাসে বৃষ্টি যেন উড়ে এসে জুড়ে বসেছে বাংলায়। ভরা ডিসেম্বর মাসে ছাতা মাথায় নিয়ে ঘুরতে কারই বা ভালো লাগে। দেশের উত্তর পশ্চিমে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একইসঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ঠান্ডা হাওয়া স্রোত যে সাময়িকভাবে জোর ধাক্কা খেতে চলেছে এমনটা পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। তবে শীত যে আসন্ন সেটা সাফ সাফ জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা। আলিপুর পূর্বাভাস দিয়েছে যে, সামনের ৪৮ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতি বদলে গিয়ে ঠান্ডার অনুভূতি শুরু হয়ে যাবে বাংলায়। আজ বুধবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? না জানা থাকলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এরপর আগামী দু দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি অবধি কমবে। শুধু তাই নয়, সকাল-সন্ধ্যা ঘন কুয়াশার দাপট বজায় থাকবে পুরুলিয়া, পূর্ব বর্ধমান বাঁকুড়া ও নদিয়া জেলায়।

আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর এদিন দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং মালদা জেলায় ঘন কুয়াশা দাপট বজায় থাকবে এছাড়া দার্জিলিং কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

জেনে নিন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন সকালে চারটি জেলার দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। #End

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন