এ বার ১৬ ডিসেম্বর বাংলাদেশে হচ্ছে না কুচকাওয়াজ, পরিবর্তে কি হবে? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্ষমতার পালাবদলের পরে এ বার বাংলাদেশে পরিবর্তন আসছে বিজয় দিবস পালনেও। এত দিন যে ভাবে বিজয় দিবস পালিত হয়েছে তা আর হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না। সেই জায়গায় এ বার বাংলাদেশ জুড়ে হবে বিজয় মেলা।

কেন এই সিদ্ধান্ত? অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, বিজয় দিবস তাঁদের কাছে একটা বিশেষ দিন। এই দিনের উৎসবে দেশের সব সাধারণ মানুষকে যুক্ত করতে চাইছেন তাঁরা। সেই কারণেই কুচকাওয়াজের পরিবর্তে বিজয় মেলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় প্যারেড স্কোয়ারে যে কুচকাওয়াজ হতো তা এ বার হচ্ছে না। কারণ, ওই কুচকাওয়াজে সাধারণ মানুষের কোনও যোগ বা অংশগ্রহণ থাকত না। সেখানে সেনাবাহিনী ছাড়া স্কাউট এবং স্বেচ্ছাসেবকরা থাকতেন। আমরা চাইছি এই বিশেষ দিনে সবস্তরের শিশু, মহিলা এবং পুরুষকে যুক্ত করতে। তাই বিজয় দিবসকে উৎসব মুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।’

এই জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘এক সময়ে সারা দেশেই এই বিজয় উৎসব হতো। ধীরে এই উৎসব নিষ্ক্রিয় হয়ে যায়। এ বার সারাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে। সেখানে চারু এবং কারু মেলার সঙ্গে কৃষিপণ্যের মেলা হবে। এর সঙ্গে থাকবে দেশীয় পণ্য। মেলায় সবার অংশগ্রহণ থাকবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবাই আনন্দ উপভোগ করবেন। পাশাপাশি স্কুলগুলিতেও অনুষ্ঠান হবে। সবাই যাতে সরাসরি যুক্ত হন সেই লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা করা হয়েছে।’ এই জন্য বাজেট আগের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এরই সঙ্গে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। যে সমস্ত মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন, তাঁদের জেলা এবং উপজেলার অনুষ্ঠানে নিয়ে এসে বিশেষ সম্মান জানানো হবে।

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

 

মন্তব্য করুন