Bangla News Dunia , Pallab : কলকাতা মেট্রো যাত্রীদের জন্য রইল বড় খবর। বিশেষ করে যারা বাড়তি ভাড়া গোনা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র তাঁদের জন্য। ১০ ডিসেম্বর থেকে কলকাতা মেট্রোর ভাড়া বাড়ছে বলে জানানো হয়েছিল। মেট্রো যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হবে বলে খবর। তবে সকলকে স্বস্তি দিয়ে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বাতিল করা হল। অর্থাৎ এখনই বাড়ছে বা ভাড়া। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
বাড়ছে না মেট্রো ভাড়া
আগে বলা হয়েছিল যে মঙ্গলবার অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে রাত ১০.৪০ মেট্রোতে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। চলতি বছরের ২৪ মে উত্তর-দক্ষিণ করিডরের দমদম-নিউ গড়িয়া অংশে ‘নাইট’ স্পেশাল মেট্রো চালু করা হয়। ২৪ জুন থেকে যাত্রী সংখ্যা কম হওয়ার অজুহাতে শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়িয়ে দেয়। এর ছয় মাস পর সোমবার মেট্রো রেল ঘোষণা করে যে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে দমদম পর্যন্ত রাত ১০:৪০ মিনিটে চলা মেট্রো পরিষেবার দখল খুবই খারাপ। অতএব, ভ্রমণ করা দূরত্ব নির্বিশেষে প্রতিটি টিকিটে ১০ টাকা সারচার্জ যুক্ত করা হবে। তবে এখনই এই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে না। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্ত বদল কেন হল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী জানাচ্ছে কলকাতা মেট্রো?
এই প্রসঙ্গে মেট্রোর তরফে জানানো হয়, শেষ ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে কী কারণে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিছিয়ে আসা হল, তার কোনও ব্যাখ্যা এখনও মেট্রো রেলের তরফে দেওয়া হয়নি।
আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?
নভেম্বর মাসের শেষের দিকে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, ১০ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া লাগু হচ্ছে। অর্থাৎ, মাত্র একটি স্টপেজ বা ন্যূনতম ২ কিলোমিটার যাতায়াতের জন্য যাঁদের ৫ টাকা দিতে হত তাঁদের এখন ১৫ টাকা খরচ করতে হবে। একইভাবে, নিউ গড়িয়া এবং দমদমের মধ্যে যাতায়াতের জন্য যারা ২৫ টাকা দিতেন সেসব যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হবে। তবে এখন তা হচ্ছে না। এদিকে মেট্রোর এহেন সিদ্ধান্ত বদলের কারণে খুশির হাওয়া বইছে নিত্যযাত্রীদের মধ্যে। #End
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024