রান্নার গ্যাসে 350 টাকা ছাড়! ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার কিভাবে পাবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (Composite Cylinder Price) নিয়ে সর্বদা চিন্তায় থাকেন রাজ্য তথা দেশের গরীব থেকে মদ্ধবিত্ত মানুষেরা। মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলোর তরফে এই দাম জানিয়ে দেওয়া হয় এবং সারা মাস এই একই দাম থাকে। কিন্তু এমন অনেকে মানুষ আছেন যারা ১৪ কেজির সিলিন্ডার (Liquefied Petroleum Gas) কিনতে পারেন না।

Indane Gas Composite Cylinder Price

এবারে এই সকল গ্রাহকদের জন্য ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার (Indane Composite Cylinder Price) নিয়ে আসা হয়েছে সরকারের তরফে। গ্যাস সিলিন্ডার একটি অপরিহার্য অঙ্গ দৈনন্দিন জীবনে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম। সাধারণ মানুষের মাসিক খরচ চালানোর পরে গ্যাস সিলিন্ডারের দাম দেওয়ার সময় অনেকটাই পকেটের চাপ পড়ে যায়।

Indane Stainless Steel Composite Gas Cylinder

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার দেওয়া হয় যার জন্য উপকৃত হয়েছেন হাজার হাজার মধ্যবিত্ত পরিবার। প্রত্যেক মাসে শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়, তেমনই ডিসেম্বরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল।যদিও গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার দাম কত?

এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা গ্রাহকরা যেমন অনেকটাই উপকৃত হচ্ছেন, অন্য দিকে সাধারণ গ্রাহকরা এখনো পর্যন্ত বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনছেন। সম্প্রতি পেট্রোলিয়ামের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের পক্ষে খরচ ব্যয়টা অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতে খরচটা সীমিত ব্যয়ের মধ্যে থাকে, তার জন্যই ইন্ডিয়ান অয়েল (Indian Oil) একটি নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে আনতে চলেছে।

যার নাম কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই নতুন ধরনের কম্পোজিট গ্যাস সিলিন্ডার অনেকটাই আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা। এটি অনেক হালকা হওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা অনেকটা সুবিধা জনক ও দামে অনেকটাই সাশ্রয়। গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে যে খরচ হয়, তার থেকে ৩৫০ টাকা কমে আপনি পেয়ে যাবেন এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার।

কম্পোজিট গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমাণ থাকে ১০ কেজি। এখনো পর্যন্ত এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন উত্তর প্রদেশ বাসিন্দারা। যে সমস্ত ছোট পরিবার রয়েছে, তাদের পক্ষে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার অনেকটাই সুবিধা জনক। যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে এই সিলিন্ডার ব্যবহার শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই সিলিন্ডার থেকে সুবিধা পাবেন পশ্চিমবঙ্গবাসীরা।

সিলিন্ডারের দাম এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে ৩৫০ টাকা কম হওয়ার ফলে কম্পোজিট গ্যাস সিলিন্ডার কিনে অনেকটাই আর্থিক সাশ্রয় পাবেন আমজনতা, যেটার জন্যই বেশিরভাগ মানুষ কম্পোজিট গ্যাস সিলিন্ডার কেনার প্রতি ঝোঁক বাড়াবেন। আর আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা ইন্ডেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও তথ্য দেখে নিতে পারবেন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন