জরুরি অবস্থা জারির কারিগর ! ধরা পড়তেই অন্তর্বাস জড়িয়ে আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার (South Korea) প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন (Kim Yong-hyun)। সে দেশের প্রেসিডেন্টকে সামরিক আইন (Martial law) জারির পরামর্শ দেওয়ার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারির ঠিক আগে আত্মহত্যার চেষ্টা (Suicide attempt) করেছিলেন কিম ইয়ং হিউন। এমনটাই জানিয়েছেন কোরিয়া সংশোধনমূলক পরিষেবার কমিশনার জেনারেল শিন ইয়ং-হে।

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !

কিম ইয়ং হিউনকে গত রবিবার আটক করা হলেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার। জানা গিয়েছে, আটক করার পর ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীকে। সেখানেই শৌচাগারে নিজের অন্তর্বাসের (Underwear) সাহায্যে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু ওই ডিটেনশন সেন্টারের কর্মী গিয়ে শৌচাগারের দরজা খুলে দিলে তাঁর আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়। জানা গিয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিম ইয়ং হিউন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর রাতে সামরিক আইন জারির কথা ঘোষণা করেছিলেন সে দেশের প্রেসিডেন্ট ইউন সুক ইউল (Yoon Suk Yeol)। এরপরই দেশজুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ। যা জেরে শেষ পর্যন্ত পিছু হটে দক্ষিণ কোরিয়া সরকার। জারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয় সামরিক আইন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরামর্শ দিয়েছিলেন কিম ইয়ং-হিউন। এরপরই সেই দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। সিওলের এক আদালত বিদ্রোহ করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। এরপরই তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। এদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউন এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে আত্মহত্যার চেষ্টা করলেন সে দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী।

আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন