মহিষাদলের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mamata and tmc

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘অধিকারী গড়ে’ বড় জয় তৃণমূল কংগ্রেসের। মহিষাদলের একটি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল রাজ্যের শাসক দল। মোট ৪২টি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। মহিষাদলের কালিকাকুন্ডু বক্সীচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। দিনের শেষে দেখা যায় ৩৯টি আসনে প্রার্থীই দিতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষ্যা- ২ গ্রাম পঞ্চায়েতের কালিকাকুন্ডু বক্সীচক সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। চলতি বছরে এই সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর মেয়াদ শেষ হয়। ফলে ডিসেম্বরের ২৪ ডিসেম্বর নির্বাচন ঘোষণা হয়। যার জন্য বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যেখানে দেখা গেল ৪২টি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

আগামী শুক্রবার রয়েছে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় বাকি তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় না কি ওই আসনগুলিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। লক্ষ্যা- ২ গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। ফলে সমবায় নির্বাচনেও তৃণমূলের বিপুল জয়ে ভবিষ্যতে দল আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল নেতা ছবিলাল মাইতি জানান, ‘এর থেকে প্রমাণ হলো বিজেপি তার পায়ের তলার মাটি হারিয়েছে। মানুষের থেকেও প্রত্যাক্ষিত হয়েছে বিজেপি। জেলায় একের পর এক সমবায় তৃণমূল যে ভাবে জয়ের মুখ দেখছে, তাতে মানুষ বিজেপির পাশে নেই প্রমাণ হয়ে যাচ্ছে। এই সমবায়ে মানুষের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পরবর্তীকালেও করা হবে।’

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন