দুটি আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জরিমানা ? জানুন রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে এমন অনেকে রয়েছেন, যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক একটি পোস্ট সাধারণ মানুষকে খুব অস্থির করে তুলেছে ৷ কারণ, রিজার্ভ ব্যাঙ্কের নামে করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে জরিমানা করা হতে পারে। এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই ভিভ্রান্ত হচ্ছেন, জরিমানার ভয়ে আতঙ্কিত হচ্ছেন ৷ কারণ, রিজার্ভ ব্যাঙ্কের এই সংক্রান্ত নিয়ম অনেকেই জানেন না বা মনে নেই ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে কী দাবি করা হয়েছে ?

আসলে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যাতে দাবি করা হয়েছে যে যদি কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে তাঁকে এর জন্য জরিমানা করা হতে পারে। এই দাবিতে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, আরবিআই একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার অধীনে যদি কোনও ব্যক্তির দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তাকে কঠোর শাস্তির মুখ পড়তে হবে। আসুন এবার জেনে নেওয়া যাক এই দাবির সত্যতা সম্পর্কে।

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) কী জানাচ্ছে ?

পিআইবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবির সত্যতা যাচাই করেছে। রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে মিথ্যা বলে ঘোষণা করেছে। পিআইবি লিখেছে, কিছু পোস্ট ভুল ধারণা ছড়াচ্ছে ৷ যেমন, আপনার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনাকে জরিমানা করা হবে। যদিও আরবিআই এমন কোনও নির্দেশিকা জারি করেনি। তার মানে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। পিআইবি জানিয়েছে, এ ধরনের খবর ও গুজব এড়িয়ে চলতে হবে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন