Bangla News Dunia, দীনেশ :- খাদান সিনেমার প্রচারে উত্তরবঙ্গে এসেছেন ঘাটালের সাংসদ তথা অত্যন্ত জনপ্রীয় অভিনেতা দেব। একান্ত আলাপচারিতায় উঠে এল সিনেমা থেকে রাজনীতি, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে এইমসের প্রসঙ্গ। বাদ যায়নি বাংলাদেশের পরিস্থিতিও।
“রাজনীতি এমন জায়গায় চলে গেছে, এপক্ষ আর ওপক্ষ। এপক্ষ যা চায়, ওইপক্ষ তা চায় না। এভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়নি। এই পলিটিক্যাল ডিভিশন শুধু আমার রাজ্য বা উত্তরবঙ্গ নয়, দেশ শুধু নয়। পৃথিবী জুড়ে এই ডিভিশন দেখা যায়। এই সরকার, ওই সরকার। এইমসের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটা সুস্থ সম্মানজনক বোঝাপড়া দরকার। এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে টিএমসি সরকারে ক্ষমতায় আছে। আমাদেরও ভাবতে হবে গুজরাট একটি রাজ্য, সেখানে বিজেপি ক্ষমতায় আছে। এইভাবে যদি আমরা ভাবতে পারি, তবে শুধু এইমস নয়, আমাদের অনেক সমস্যার সমাধান সম্ভব। শুধু উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ নয়, দেশজুড়ে যে সমস্যাগুলি আছে সেগুলো পলিটিক্যাল কারণে পিছিয়ে আছে। আমরা যদি ডিভিশনটা সরিয়ে দিতে পারি তবে অনেক সমস্যা সুস্থ ভাবে সমাধান হবে।” এদিন রায়গঞ্জে এইমস প্রসঙ্গে এমনটাই জানান সাংসদ তথা অভিনেতা এইমস।
আরো পড়ুন :- মাত্র ২০০ টাকা দিয়েই বছরে ৩৬,০০০ টাকা ! পেনশন স্কিম আনল মোদী সরকার
ছাত্র ও যুবরা ক্রমশ: রাজনীতি বিমুখ হওয়ার প্রসঙ্গে দেব বলেন, “এটা তো আজকের নয়। আমরা ড্রয়িং রুমে বসে, চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবের মধ্যে সব রকম জ্ঞান দিয়ে থাকি। রাজনীতিতে যারা ভালো লোক তাদের সাপোর্ট করতে হবে। খারাপ হলে বলতে হবে। তবেই তো ভালো মানুষের প্রচারটা হবে। অবশ্য এক্ষেত্রে কিছুটা দায়িত্ব নেতাদের, কিছুটা দায়িত্ব মিডিয়ার এবং কিছুটা দায়িত্ব রিপোর্টারদেরও আছে।” তিনি বলেন, “রাজনীতি নিয়ে অনেক কিছু বলতে পারি। দেবের কার সঙ্গে সম্পর্ক আছে সেটা মানুষ বেশি শুনতে চায়, কিন্তু দেব রাজনীতি নিয়ে কি বলছে সেটা শুনতে চায় না। মানুষ বিনোদন ভালোবাসে, কঠিন জিনিস ভালোবাসে না। ভোট দেওয়ার সময় প্রত্যেকের দায়িত্ব আছে ভালো মানুষকে সার্পোট করা, ভালো জিনিসকে সাপোর্ট করা।”
আরো পড়ুন :- কফিন থেকে উঠে বসলেন ‘মৃত মহিলা’, হাড়হিম করা ঘটনার পিছনে লুকিয়ে কোন রহস্য?
ছাত্র থেকে যুব দেবকে দেখার জন্য ব্যকুল। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি বাবা- মা যদি ছেলে মেয়েদের জন্য স্ট্র্যাগেল করে তবে তারা সেই ফলটা দেখতে পায় না। তারা ভোগ করতে পারে না। তাদের সমস্ত আর্শীবাদটা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে দেয়। আমি তার একটা জ্বলন্ত উদাহরণ। দুই দিন ধরে উত্তরবঙ্গে আছি। যেভাবে প্রচার হচ্ছে, সাধারণ মানুষ আসছে তাতে ভীষণ খুশি। মানুষ ভীষণ ভালোবাসে।”
বাংলাদেশ প্রসঙ্গে দেব বলেন, “বাংলাদেশে আমার খুব প্রিয়। সিনেমাপ্রেমী মানুষ আছে সেখানে। সেখানকার এক নায়িকার সঙ্গে সিনেমা করার কথা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি কি হবে আমরা কেউই জানিনা। বাংলাদেশে অনেক সিনেমা তৈরি হয়েছে। শেষ ছবি চলেছে পাসপোর্ট। তবে তাদের একটা নিজস্ব নিয়ম কানুন আছে। চটজলদি কোনও ছবির অনুমোদন দেয় না। হয়তো নিজেদের ইন্ড্রাস্টিকে বাঁচানোর জন্য।”
আগামী দিনের নতুন সিনেমা প্রসঙ্গে দেব বলেন, “আগামী মার্চ মাস থেকে মিঠুনদার ছবির কাজ শুরু হবে। তার প্রস্তুতি চলছে। খাদান ছবির প্রমোশনে রায়গঞ্জে এসে তার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, এখানকার আপ্যায়ণ ও রিসেপশন অকল্পনীয়। উত্তরবঙ্গ ছাড়া সিনেমার শুটিং ভাবাই যায় না। আই লাভ ইউ, প্রেমের কাহিনি, মন মানে না অনেক ছবির শুটিং উত্তরবঙ্গে করেছি। লাস্ট ছবি প্রধান। আগামী দিনে শুধু শিলিগুড়ি নয়, মালদা ও রায়গঞ্জেও শুটিং হবে। মালদা থেকে এর আগে ছবির শুটিং করেছি। আমি পাহাড়ে থাকতে ভালোবাসি। এখানে জঙ্গল আছে, চা বাগান আছে। শুধু কাজের জন্য নয়, এমনিও উত্তরবঙ্গে আসি।” দেব বলেন, “উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বলে পার্থক্য নেই, সবাই ভালো ছবি দেখতে চায়। বাংলা ছবির জনপ্রিয়তার জন্যই টিম নিয়ে জেলায় জেলায় বাসে করে প্রচারে বেরিয়েছি। বাংলা জুড়ে উৎসব শুরু হয়েছে। উৎসবটাকে ফিরিয়ে আনার জন্য আমাকে নামতে হয়েছে।”
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024